আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ীর গান : ঢাকা-দিনাজপুর-ফুলবাড়ী লংমার্চকে নিয়ে লেখা

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

ফুলবাড়ীর গান এ মাটির বুকে কালো কয়লার খনি বুকের রক্ত শুকালেও হয় কালো কয়লা বাঁচাতে যে কিশোর দিল প্রাণ ফুলবাড়ী তুমি তাদের কথাই বলো, লংমার্চ তুমি শহীদের কথা বলো।। লাখো মানুষের ভিটে উচ্ছেদ করে মরুভূমি করে ফসলের সোনা জমি বিষাক্ত করে আকাশ-বাতাস-পানি আমার কয়লা করে দেবে রপ্তানি! বিদেশী শকুন আর দেশী তস্কর জোট গড়ে তোলে লুটেরার দল মিলে কিন্তু সাহসী জনতার দলই ভারী ফুলবাড়ী তুমি প্রাণ দিয়ে রুখে দিলে, ফুলবাড়ী তুমি ইতিহাস গড়ে ছিলে।। ফুলবাড়ী তুমি সাহসী দিনাজপুর ইয়াসমিনের গুলি বেঁধা সাত ভাই তোমার দিকেই চলেছে এই মিছিল গানে আর সুরে তোমাকে সেলাম জানাই। আমার লেখা এ গানটিতে সুর দিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।