আমাদের কথা খুঁজে নিন

   

স্যালারী সার্ভে (বেতন জরিপ ) সবাই সাহায্য করুন!!!

গহীন অরণ্য পথে পথহারা এক পথিক....
বেশীরভাগ চাকুরীর বিজ্ঞপ্তিতে দেখা যায় Salary Negotiable দেয়ো থাকে। অবশ্য কিছু ব্যাংক ও সরকারী চাকুরীর বিজ্ঞপ্তিতে স্যালারী উল্লেখ থাকে। যারা চাকুরী করেন কিংবা যাদের কাছের কেউ চাকুরী করেন তারা এই Negotiable এমাউন্টটা কত হয় তা বলতে পারেন। তাই সবার উপকার্থে ব্লগীয় স্যালারী সার্ভে করতে চাচ্ছি। যে যেই কোম্পানীর যে পদের স্যালারী জানেন উল্লেখ করুন। সবার সহায়তা চাই। আমি নিজে কিছু করে দিলাম: ১. প্রাইভেট ব্যাংক - ম্যানেজমন্টে ট্রেইনী ( ২৫০০০-৩৫০০০ অফিসার ( ক্যাশ) (১০০০০-১৮০০০) ২. চাটার্ড / কষ্ট একাউন্টেন্ট- কোর্স কমপ্লিট ( ২৫০০০-৩০০০০) ফুল কোয়ালিফাইড ( ৩৫০০০-৪০০০০ এফ সি এ ( ৪০০০০-১৫০০০০) সিএমএ ইন্টার ( ১৫০০০-৩০০০০) এসিএম্‌এ ( ২৫০০০-৩৫০০০) এফসিএমএ ( ৩৫০০০-৮০০০০) ৩. গ্রুপ অফ কোম্পানী জি এম ( ফাইন্যানস) - ৪০০০০-৫০০০০ জি এম ( মার্কেটিং)- ৩৫০০০-৪৫০০০ জি এম ( এইচ আর)- ৩০০০০-৪০০০০ ডিজিএম - ২৫০০০-৩৫০০০ ম্যানেজার- ২০০০০-৩০০০০ এক্সিকিউটিভ- ১৫০০০-২০০০০ ৪. মাল্টিন্যাশনাল কোম্পানী ম্যানেজমন্টে ট্রেইনী- ৪০০০০-৬০০০০ ম্যানেজার ( মিড লেভেল)- ৮০০০০-১২০০০০ সিনিয়র ম্যানেজার - ১২০০০০-২০০০০০ হেড অব ডিপার্টমেন্ট ( Marketing, Finance, HR, Operation)-২০০০০০-৩৫০০০০ আপনারা যে যা জানেন জানান। কোম্পানীর নামসহ দিতে পারলে ভালো হবে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।