আমাদের কথা খুঁজে নিন

   

‘আমার দেশ’ সাংবাদিককে পেটালেন বিএনপির নেতা

পত্রিকাটির কালীগঞ্জ প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে বৃহস্পতিবার সকালে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে থানা বিএনপির সদস্য মনিরুজ্জামান লাভলু, জামালপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি নাজমুল হক, একই ইউনিয়ন যুবদলের সদস্য সামির উদ্দিনসহ ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভুঁইয়া।
তিনি বলেন, “থানা বিএনপির যুগ্ম-সম্পাদক খালেকুজ্জামান বাবলু ও মনিরুজ্জামান লাভলুর বিরোধের শিকার হয়েছেন সাংবাদিক রফিকুল। ”
কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আশরাফুল হক শিশির জানান, বুধবার রাতে রফিক প্রেস ক্লাব থেকে  মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। জামালপুর কলেজ মোড়ে মনিরুজ্জামান লাভলুর নেতৃত্বে কয়েকজন লাঠি, রড, হকিস্টিক দিয়ে সাংবাদিক রফিককে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।


এ সময় তারা রফিককের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করে এবং সঙ্গে থাকা একটি ডিজিটাল ক্যামেরা, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ছয়শ’ টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ করেন শিশির।
পরে স্থানীয়রা রফিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সকালে রফিকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সাংবাদিক রফিক জানান, বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যেই লাভলুর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল।
কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি শুনেছেন।

দ্রুত দলীয়ভাবে লাভলু বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.