আমাদের কথা খুঁজে নিন

   

সুয়ারেজ নাটক চলছেই

ইংলিশ ফুটবলে সুয়ারেজ নাটকটা মনে হয় আরও বেশ কিছুদিন চলবে। কেবলই মনে হয়েছিল, এবার বোধ হয় সবকিছুর অবসান হতে যাচ্ছে। অনেক দিন ধরেই ক্লাব বদলের আবেদন-অনুরোধ জানানোর পর অবশেষে লিভারপুলেই থেকে যাওয়ার কথা জানিয়েছিলেন এই উরুগুয়ের স্ট্রাইকার। এমনকি ইঙ্গিত দিয়েছিলেন নতুন চুক্তিরও। কিন্তু মাত্র এক দিনের ব্যবধানেই পুরোপুরি উল্টোপথে হাঁটলেন সুয়ারেজ।

লিভারপুলেই থেকে যাবেন, এমন কোনো কথাই নাকি বলেননি।
উরুগুয়ের দৈনিক ‘এল অবসারভেদর’কে দেওয়া এক সাক্ষাত্কারে লিভারপুলেই থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সুয়ারেজ। সমর্থকদের ভালোবাসার জন্যই নাকি থেকে যেতে চান লিভারপুলে। কিন্তু সব জল্পনা-কল্পনা জিইয়ে রেখে এক দিন পরই সেটা অস্বীকার করেছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। জাপানের বিপক্ষে উরুগুয়ের ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি এমনটা বলিনি।

হয়তো অন্য কেউ বলেছে। এখন আমি জাতীয় দলের সঙ্গে আছি। আর এটাই প্রধান ব্যাপার। ’
সুয়ারেজ-লিভারপুল ঝামেলার শুরু গত মে মাসের শেষের দিকে। সে সময়ই প্রকাশ্যে জানিয়েছিলেন ক্লাব ছাড়ার ইচ্ছাটা।

এর মধ্যে আর্সেনালও দৃশ্যপটে হাজির হয়েছে সুয়ারেজকে দলে ভেড়ানোর প্রস্তাব নিয়ে। গত ২৪ জুলাই সুয়ারেজের লিভারপুলকে জন্য চার কোটি ২০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে গানাররা। কিন্তু লিভারপুলও খুব সহজেই ছেড়ে দিতে চাইছে না ২৬ বছর বয়সী সুয়ারেজকে।
এদিকে লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কটাও বেশ খারাপ হয়ে গেছে সুয়ারেজের। তাঁকে ছাড়তে রাজি না হওয়ায় ক্লাবের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিলেন কয়েক দিন আগে।

এ কারণে সুয়ারেজকে সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কোচ ব্রেন্ডন রজার্স। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।