আমাদের কথা খুঁজে নিন

   

সুবিধাবাদী কে?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

গত দুই তিন দিন ধরে সৈয়দ আসরাফ আর খন্দকার মাহবুব-এর ভেতরে কথা চালাচালি শুনে আসছি আমরা। তারা একে অপরকে এমন সব কথা বলছেন, যা আমাদের অজানাই ছিল। তারা এক কথায় একে অপরকে ‘তুলো ধুনা' করে চলেছেন। খন্দকার সাহেবের জবানে জানা গেল সৈয়দ আসরাফ ফখরুদ্দীন সাহেবের ক্ষমতাকালীন সময়ে প্রায় পুরো সময়টাই লন্ডনে ছিলেন।

এও জানা গেল, আসরাফ সাহেব ও তাঁর স্ত্রী বিদেশি নাগরিক। একজন বিদেশি নাগরিক এ দেশের জাতীয় সংসদে সংসদ সদস্য পদ পাবার অধিকারী নন। যতদূর মনে পড়ে, এহসানুল হক মিলনকে সংসদ সদস্য পদে নির্বাচনের আগে আমেরিকার নাগরিকত্বের দাবী ছাড়তে হয়েছিল। এই বার কি আসরাফ সাহেবের বিরুদ্ধে কোন তদন্ত হবে কি? আজকের ‘আমাদের সময়’ [ ২১ অক্টোবর ] থেকে জানা গেল যে খন্দকার সাহেব অতীত কালে আমাদের সামরিক সরকার থেকে সুবিধা নিয়েছিলেন। যদিও তিনি বলেছেন যে তিনি গোয়েন্দা সংস্থার লোক হননি বলে শফিক সাহেবকে তারা [ফখরুদ্দীন সাহেবের গোয়েন্দারা ] জিতিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি বানিয়েছিল।

কিন্তু তার আগে, রোকন উদ্দীন মাহমুদকে সরিয়ে যখন খন্দকার সাহেবকে ঐ সমিতির সহ-সভাপতি করা হয়, তখন তিনি সেই পদ গ্রহন করেছিলেন। আসলে উনাদের মধ্যে কে যে ঠিক বলছেন, তা আমাদের জানা নাই। তবে দুইজনেই যে চরম সুবিধাবাদী, তা আমরা নিশ্চিত। আর তারা তাদের প্রতিনিধিত্বকারী দলের প্রতিচ্ছবি যদি হয়ে থাকেন, তাইলে বলা লাগে, সমস্ত সুবিধাবাদীরা আজ রাজনীতি করে, আর বাস্তববাদীরা কষ্ট করে উপার্জন করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.