আমাদের কথা খুঁজে নিন

   

কুরআন বিষয়ে খুটিনাটি ব্যাখ্যা কারীদের জন্য কিছু পরামর্শ এর আর্স্ফদা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

প্রিয় ভাইজান-রা, আল্লাহ আপনাকে আমাকে ঈমান নিয়ে বাচাঁ ও মরার তওফিক দান করুন। আমিন...... দ্বিতীয়, পুরো কুরআন শরীফ সময়ের প্রয়োজনে, ভিন্ন পরিস্থিতিতে ঘটনার প্রেক্ষিতে অবর্তিণ হয়েছে, অতএব এর সাথে অবশ্যই সে ঘটনার ব্যাখ্যা থাকা বড় জরুরী। এবং সাথে সাথে আরও বলি, কুরআন একবারে একসাথে নাযিল হয়নি, এটা ধীরে ধীরে ঘটনার প্রয়োজনে, সম্প্রসারিত হয়েছে, কিছু ঘটনার সাথে প্রথম যতটুকু হয়েছে সেই ঘটনারই পরবর্তীতে আবারও কিছু যুক্ত হয়েছে, কিংবা অর্থকে আরও সম্প্রসারিত করা হয়েছে কিংবা নতুন যুক্ত করা হয়েছে। তাই অনুরোধ একই আয়াতের অনুরুপ অজস্র আয়াত আপনি পাবেন, একটির আয়াতের ব্যাখ্যার সাথে অন্য আয়াতে সামাঞ্জস্যতা পাবেন, ফলে যে বিয়য়েই আপনি সমর্থন কিংবা বিরোধীতা যাই করেন না, কেন, কুরআন শরীফের সমস্ত জায়গা স্টাডি করে এ সর্ম্পকযুক্ত সব আয়াত একসাথে যোগ করে দিলে আমাদের পাঠকদের সুবিধা হবে বুঝতে। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।