আমাদের কথা খুঁজে নিন

   

মাগো...... কেন এত ভালোবাসো???

কাজ না... শুধুই অকাজ!! কখন যেন বড় হয়ে গেছি!! তোমার আঁচলে লুকানো ছোট্ট আমি। তোমার হাত ধরে হাঁটি-হাঁটি পা-পা শেখা এখন আমি একা একাই দৌড়োতে পারি। তোমাকে ছাড়া প্রতি মুহূর্তে কেঁদে অস্থির করে তোলা সেই আমি এখন দিব্বি রাত দুপুরে বাইরে বেড়াই!! ঘুম পাড়ানী গানে তোমার আদুরে কোলের ঘুম, স্বপ্নের ঝুড়ি থেকে এক রাশ গল্প, আস্তে আস্তে সব পুরনো হয়ে গেল। ঘুমের ঘোরে যত্রতত্র হেলে পড়ি... মূল্যহীন হয়ে গেছে রূপকথার পরী... তবুও কেন জানি- তোমার কোলে মাথা রেখে, ঘুমপাড়ানী গান গুলো, রূপকথার গল্পগুলো খুব বেশি মিস করি। সারাদিন ছুটে বেড়াই, সব অকাজের ভিড়ে দিন শেষেও তুমি একাই, জনশূন্য নীড়ে তেল-পেয়াজের অংক কর, ময়লা জামার খোঁজ কর, একাকিত্বের ক্লান্তি নিয়ে ঘুম সাগরে ডোবো। তোমার চোখের স্বপ্নের ঝড়, বুকেই জমিয়ে রাখো। মা...... কেন এত ভালোবাসো??? আমি চিরদীনই অবাধ্য, বশ মানাতে কত ছোটাছুটি তুমি হওনি তবুও ক্লান্ত। কষ্ট দিয়েছি, কেঁদেছ তুমি, ব্যাথাগুলো আড়াল করেছো কত... তোমার শাসনে, তোমার আদরে আমি আজ ঋদ্ধ!! ভোর রাতে মাঝে মাঝে আমার ঘরে আসো মশারীর কোনো কোণ ঝুলে পড়েছে কি না, দেখো... কোর'আনের আয়াতে খোদার আরশে প্রার্থনা কর কত... মা...... কেন এত ভালোবাসো??? আমি বলতে কখনো পারিনি তোমায়, যখন তুমি কাছে থাকো... ভালোবাসি মাগো তোমায় অনেক জানি, না বললেও তুমি বোঝো। তুমি যে মা... জন্মদায়িনী... আমার প্রতিটা হৃদস্পন্দনকে চেনো... বলতে হয় না তাই মুখ ফুটে তুমি যেন আমার মনটাকে স্পষ্ট দেখো!! মাগো...... কেন এত ভালোবাসো??? ------------------------------------------ "মাগো...... কেন এত ভালোবাসো???" রায়ান ঋদ্ধ সন্ধ্যা ৭:৩১ রোববার, ১২ই মে, ২০১৩ মা দিবস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।