আমাদের কথা খুঁজে নিন

   

নরটন অ্যান্টিভাইরাসের নতুন সংস্করণ বাজারে

ভালো ..তবে কালো

সম্প্রতি সিমেন্টেক সর্বশেষ ২০১১ সংস্করণের নরটন অ্যান্টি-ভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার বাজারে এনেছে। ১৬ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক ঘোষণা দেন নরটনের কনজিউমার সেলস ম্যানেজার গৌরভ কানওয়াল। অনুষ্ঠানে গৌরভ কানওয়াল নতুন সংস্করণে অ্যান্টি ভাইরাসের ফিচার তুলে ধরেন। বাংলাদেশ নরটনের পরিবেশক কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক আসিফ মাহমুদও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলা হয়েছে, অন্যান্য প্রতিযোগী অ্যান্টিভাইরাসের তুলনায় নরটন ‘সুপার ফাস্ট’।

গৌরভ আরো জানিয়েছেন, নরটন ২০১১ সংস্করণ গুণগত মাণ নিশ্চিত করে এবং কম্পিউটারকে নিরাপত্তার পাশাপাশি আরো কিছু বাড়তি সুবিধা দিয়ে ‘সার্ভার ইভলভিং থ্রেট থেকে ক্রেতাকে নিশ্চিত রাখে’। জানা গেছে, নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১ এবং নরটন অ্যান্টিভাইরাস ২০১১ এই দুটি পণ্য বাজারে পাওয়া যাবে। এই দুটি পণ্য উইন্ডোজ এক্সপি(৩২ বিট), হোম, প্রফেশনাল, ট্যাবলেট পিসি, মিডিয়া সেন্টার (সার্ভিস প্যাক-২ বা তারও বেশি), উইন্ডোজ ভিসতা (৩২/৬৪ বিট) এবং উইন্ডোজ ৭ (৩২/৬৪ বিট) স্টার্টার/হোম বেসিক/হোম প্রিমিয়ার/বিজনেস/আল্টিমেট সংস্করণে ব্যবহার করা যাবে। নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১-এর দাম তিনজন ব্যবহারকারীর জন্য দুই হাজার দুইশত টাকা, আর একজন ব্যবহারকারীর জন্য এক হাজার একশত টাকা। আর নরটন অ্যান্টিভাইরাস ২০১১ এর দাম ৭০০ টাকা।

নরটন অ্যান্টিভাইরাস কিনলে এক বছরের সার্ভিস সাবস্ক্রিপশন সুবিধা এবং সিমেন্টেক প্রটেকশন আপডেট পাওয়া যাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.