আমাদের কথা খুঁজে নিন

   

জলেই জন্মেছিলাম, তাই আমি জলপদ্ম

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

জলের বুকে ভেসে যেতে যেতে একদা মেতেছিলাম জল-পাঠের নিদারুণ খেলায় জলজ প্রেমে নতজানু মীন হতে চেয়েছিলাম কিংবা ভেসে যাওয়া শ্যাওলা কোন এক স্রোতস্বিনী-নদীর জলকেলিতে আকণ্ঠ ডুবে থেকে নিয়ত জলের সন্তরণ ই ছিলো আমার নিয়তি জলের গভীরে দেখি জলের শান্ত-বাস স্রোতের বিপরীতে শীতল এক জলাবগাহন ভাসতে ভাসতে একদিন দেখি পদ্মের রূপ নিজেকে প্রেমিক ভেবে করতলে তুলে আনি জলপদ্ম এক সঁপে দেই প্রাণপাখি তার নিজস্ব ধরনে জলপদ্মে ই নিয়তি নির্ধারিত হলো জলেই জন্মেছিলাম, তাই আমি জলপদ্ম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।