আমাদের কথা খুঁজে নিন

   

হা...হাহা... হাহাহা......!! একটি অপার সম্ভাবনাময় ক্রিকেটারের নাম.... রকিবুল হাসান.....???

আমি মানুষের সেবা করতে চাই।

সামুর সকল ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের কি মনে হয়, রকিবুল হাসান কি সত্যিই অপার সম্ভাবনাময় একজন ক্রিকেটারের নাম? তা না হলে তো তাকে অবসর থেকে বিসিবি ফিরিয়ে আনত না। যেই খেলোয়ার ওয়ান্ডে ম্যাচই ঠিকমত খেলতে না সে কিনা অবসর নিল এক হাস্যকর, রম্য নাটকের জন্ম দিয়ে। তা নিশ্চয় সকলেরই জানা সেটা হল...... টি২০ স্কোয়াডে কেন তার নাম নাই !!!! এই বার আপনারই বলেন এই ধরনের রম্য নাটক কতই না মধুর।

যাক এই বার আসা যাক বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে। এই সিরিজেও আমাদের তথাকথিত নাট্যকার রকিবুল হাসান ব্যর্থ। এই সিরিজে তার গড় রান হচ্ছে ৪০। নিচে এই সিরিজের বিখ্যাত হার্ডহিটার রকিবুল হাসানের পরিসংখ্যান দেওয়া হল। ম্যাচ রান বল ৪ ৬ আউট ১ ২১ ৪২ ২ ০ এলবিড: ভিট্ রি ২ বৃষ্টির জন্য বাতিল ঘোষনা ৩ ১৮ ৫২ ১ ০ নট আউট ৪ ৯ ৬ ১ ০ বোল্ড- বেনেট ৫ ২২ ৬ ০ ০ বোল্ড- ভিট্ রি অর্থাৎ ১২৫ বলে ৫১ রান .......... আহা...... এই রকম ক্রিকেটার আবার অভিমান করে দল থেকে অবসর গ্রহন করল ........... আর আমাদের বিসিবি ফিরিয়ে আনল।

তাই আমার মনে হয় সত্যিই রকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য কটি অপার সম্ভাবনাময় ক্রিকেটারের নাম????? এই বার আপনারাই বলুন। যারা আমার প্রস্তাবের সাথে একমত তারা হাত নামান............ বাকিরা তাহ পা তুইল্লা খারাইয়া থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।