আমাদের কথা খুঁজে নিন

   

কুমারী পুজো।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ইয়াতীম (এতিম) হয়ার পূর্ব শর্ত যেমন নাবালকত্ব (আমার বাবা মা বেঁচে, সৃষ্টিকর্তা না করুক, ওঁরা যদি আমার আগে মৃত্যু বরন করেন তা'লে আমি এতিম হবনা), ঠিক সেই ভাবে কুমারী হবার পূর্ব শর্ত হচ্ছে ঋতুবতী হওয়া। এক্কেবার পিচ্চি কালে সিরাজগঞ্জে, ব্রাম্মণবাড়িয়াতে, ঢাকায় যখন কুমারী পুজো দেখতে যেতাম তখন কুমারীরা থাকতো ১৫/১৬ বছর বয়সী। পরশু অনেক অনেক কাল পর কুমারী পুজো দেখতে গিয়েছিলাম। আমার চক্ষু চড়ক গাছ!। ৫/৬ বছরের একটি শিশু বসে আছে কুমারী হয়ে! দেশের আইন শৃংখলা পরিস্থিতির কি এতই অবনতি হয়েছে যে শিশুকে কুমারী বলে চালাতে হচ্ছে আমাদের?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।