আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে বোরকা নিষিদ্ধ করা হোক

আমি সফল হতে চাই

আমাদের সংবিধানে গণতন্ত্র থাকলেও তা বাস্তবে রাজ্তন্ত্রতের চোখ-মুখ ঢাকা বোরকা পরে যানজটযুক্ত উচু-নিচু পথে হাটছে,যেমন: ১)আওয়ামীলীগ বা বিএনপিতে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র,আর এরশাদ তো একনায়ক,তবে জামাত এক্ষেত্রে বেতিক্রম ২)দলীয় নেতা নির্বাচন সময়মতো হয়না,তবে জামাতসহ ছোট কিছু দলে হয়,যদিও জামাত কএক বছর নানা প্রতিকুলতার মাঝে অনেক ক্ষেত্রে সময়মতো করতে পারেনি,যদিও জামাত হারি কে টমাস(আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত) কর্তৃক খুব ভালো গণতান্ত্রিক দল হিসেবে সার্টিফিকেট প্রাপ্ত ৩)নেতা নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রধানের বিরুদ্ধে কেও দাড়ানোর সাহস দেখাতে পারেননা,তবে জামাতে সেখানে নির্বাচনে সবাই প্রার্থী সবাই ভোটার ৪)নেত্তৃত নির্বাচনে মেধা-যোগ্যতার চেয়ে তদবির,তোষামোদ,ধামাধরা,অর্থের দাপট(কোনো ক্ষেত্রে সন্ত্রাস) প্রাধান্য পায় আমরা এই গণতন্ত্রের চোখ বন্ধ বোরকা খুলতে চাই,কেন কোর্ট এবিষয়ে রুল জারি করেনা??!কিন্তু নারির বোরকা খুলতে চায় কোর্ট?!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.