আমাদের কথা খুঁজে নিন

   

"তামিম ইকবাল" ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন'র ২০১০ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত

আর একটি যুদ্ধ চাই
দিনটা বাংলাদেশ ক্রিকেটের মনে হয় আজ। আজই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জিতেছে বাংলাদেশ। আবার আজই উইজডেন ক্রিকেট ম্যাগাজিন তামিম ইকবালকে এ বছরের সেরা টেস্ট খেলোয়াড় বা টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা করেছে। সবাইকে পেছনে ফেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান "তামিম ইকবাল" ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন'র ২০১০ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আজই উইজডেন ক্রিকেট ম্যাগাজিন তামিম ইকবালকে এ বছরের সেরা টেস্ট খেলোয়াড় বা টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা করেছে।

গত বছর সাকিব আল হাসানের পর এ বছর এ পুরস্কার পেলেন তামিম। ২০০৯ সালে উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশেরই আরেক ক্রিকেটার, সাকিব আল হাসান। অর্থাৎ টানা দু'বছর বাংলাদেশের ক্রিকেটাররা উইজডেনের বিচারে সেরা হলেন। ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১০ এর ৩১ আগস্ট পর্যন্ত ৭ টেস্টে এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান ৫৯.৭৮ গড়ে ৮৩৭ রান করেন। ব্যাট হাতে এই দুর্দান্ত 'পারফরম্যান্সের' কারণেই তামিম এই মর্যাদা পান।

ম্যাগাজিনটি তামিমকে তুলনা করেছে ভারতের বীরেন্দর শেবাগের সঙ্গে। বোলার বিধ্বংসী তামিমের মানসিকতাকে তুলনা করা হয়েছে বুলডোজারের সঙ্গে। তবে ইংল্যান্ড সিরিজে তামিমের আগ্রাসী শতকই উইজডেনকে মুগ্ধ করেছে বেশি। এ বছর জানুয়ারিতে ঢাকায় ভারতের বিপক্ষে ১৫১, মে-জুনে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দুটি সেঞ্চুরি তামিমকে এগিয়ে দিয়েছে অন্যদের চেয়ে। তিনি পেছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান ও ভারতের বীরেন্দর শেবাগকে।

এ সময়ের মধ্যে বাংলাদেশ কোনো টেস্ট জিততে না পারলেও ৭ টেস্টে তামিম করেছেন ৮৩৭ রান। গড় ৫৯ দশমিক ৭৮ । উইজডেনের বিচারে বর্ষসেরা দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। তৃতীয় শেবাগ। এরপর একে একে রয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ, দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও মর্নে মর্কেল, ভারতের শচীন টেন্ডুলকার ও জহির খান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।

[সূত্রঃ ইন্টারনেট। অভিনন্দন তামিম ইকবালকে । শুভ কামনা সব সময়। এই আনন্দ থাকুক সব সময় । সাবাস টাইগার্স ----- এ পৃথিবী অবাক থাকিয়ে রয়... এই জয়রথ আরো এগিয়ে চলুক.........
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।