আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম টেস্টে তামিম খেলছেন, তামিম খেলছেন না

i`m what i`m. হিসেবটা গোলমেলে। প্রস্তুতি ম্যাচটা তিনি দেখছেন ড্রেসিংরুমে বসে। সামনে আছে ইনজুরিতে থাকা হাত। পেছনে চাচা আকরাম খানের আর্শীবাদ নেবার অপবাদ নিয়ে টেস্ট সিরিজে খেলার অপবাদ। তামিম খান টেস্টের আগেই সত্যিকারের পরীক্ষায় যেনো।

ইনজুরির সঙ্গে যুদ্ধটা তার আগেই ছিল। বোলার নন বলে সবার চোখে পড়তো কম। কিন্তু হাতের ব্যাটটাই তো তাকে চিনিয়ে দিয়েছিল সবার কাছে। সেই হাতই যখন ব্যাটটা ধরতে অস্বীকৃতি জানায়, তখন তাকেও পরীক্ষায় পড়তে হয়। টেস্টের আগে ডাক্তারি টেস্টগুলো নিয়ে বেস্ট রেজাল্ট আনার চ্যালেঞ্জটা মনের মধ্যে বুনতে হয়।

লাসিথ মালিঙ্গা নেই। অন্যদের পেইস আক্রমণটা আহামরি কিছু নয়। সাম্প্রতিক কালে বাংলাদেশের সামনে তুলনামূলক সাধারণ বোলিং আক্রমনের শ্রীলঙ্কাকে পাওয়া হয়নি। লঙ্কার কোচ ফোর্ড এশিয়া কাপে বাংলাদেশের কাছে পরাজয়ের স্মৃতি মুছে দিতে বদ্ধপরিকর হন বটে। কিন্তু তিনি নিজেও যে এই সিরিজে দুর্দমনীয় ফর্মের শ্রীলঙ্কাকে পাবেন সেটা হলপ করে বলতে পারেন না।

অথচ এমন এক সিরিজের আগে তামিম ইকবাল আহত। ওপেনিংয়ে তার জায়গাটা একরকম পাকা। যে কারণে সেটা হাতছাড়া হতে পারে সেই হাতের ব্যথা বা ইনজুরি শঙ্কার দেয়াল তুলে দিয়েছে। প্রশ্ন১: তামিম কি প্রথম টেস্টের আগে খেলার মত ফিটনেস ফিরে পাবেন? প্রশ্ন২: যদি ফেরেনও তবে বিপিএলে তেমন রান না পাওয়া কি বড় প্রভাব ফেলবে? উত্তর: তার জেদের পরিমাণটা নিয়ে বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্তদের কোন ধারণা নেই। নাফিস ইকবাল তার বড় ভাইয়ের মতও তার খান পরিবারে ছোট কাল থেকে মেলা রাগ।

বাবার সামনে কখনো বেয়াদবী করেননি। কারো সামনেই না। কিন্তু কোন কিছুতে রোখ চেপে গেলে তামিম কি করতেন জানেন?( হয়তো এখনো করেন) তীক্ষ্ম কিছু দিয়ে হাতের বাহু থেকে কাটতে থাকেন। রক্ত বেরুলে জ্বলুনি হলে রাগ কমে। আশা করি অপবাদ, ইনজুরির ওপরে চেপে বসা ক্রোধ সেরকম কিছু করেই মনের জ্বালা নেভাবেন তামিম।

তার হাতের জায়গায় সেখানে প্রতিপক্ষের চেহারাটা কল্পনা করতে ভালোই লাগে। কিন্তু বিসিবির ভেতরের কথা হলো, প্রথম টেস্টে তামিম খেলছেন বলে জোর দিয়ে বলার সময় আসেনি। গল টেস্টের আগে তাই তামিম খেলছেন তামিম খেলছেন না করে বেশ কিছুটা সময় অতিবাহিত হতে পারে। কিন্তু উনি নিজের ক্ষোভ মেটানোর জায়গাটায় টি টোয়েন্টির সঙ্গে টেস্টকে মিলিয়ে না ফেললে ভালোই করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.