আমাদের কথা খুঁজে নিন

   

কি যাদু করিল আমায় হায়রে নিঠুর বন্দে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

মায়া তোরে দেইখাছিলাম গঞ্জে সেই দেখাতে কাইড়া নিলি আমার পাগল মনযে। সামনে দিয়া হাইটা গেলি ঢেউ তুলিয়া অঙ্গে মায়া তোর মুচকি হাসি ও লো ও সর্বনাসী মজনু করিল আমায় পইড়া গেলাম ফান্দে। কি যাদু করিল আমায় হায়রে নিঠুর বন্দে। মায়া তোর পায়ে নূপুর নাকে নোলক সারা অঙ্গে রূপের ঝলক দিবানিশি ভাসে চোখে আমার পড়লাম এ কোন দ্বন্দে তোর পিরিতে জ্বইলা হায়রে পরাণ আমার কান্দে। মায়া তোরে দেইখাছিলাম গঞ্জে সেই দেখাতে কাইড়া নিলি আমার পাগল মনযে। কি যাদু করিল আমায় হায়রে নিঠুর বন্দে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।