আমাদের কথা খুঁজে নিন

   

পাগল মন : ভুমি

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে ঘুড়ি হয়ে উড়ে যাই আলোর থেকেও জোরে যাই চোখ বুজে ভ্রমন আমার এমন মজা নাই রে! মন আমার ফড়িং হয়ে পদ্মপাতায় বসে শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে পিরিত করে মরে। পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে রে, ধুলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায় দিগ্বিদিক শূন্য এই মানুষ সমুদ্দুরে রে! মন আমার এক ফাঁলি চাঁদ মাঝ বয়েসী রাতে একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে! পিরিত করে মরে! দারুন এক ঘূর্নী ঝড়ে অস্তিত্ব দোলে, দারুন এক ঘূর্নী ঝড়ে অস্তিত্ব দোলে রে! ভালো আর খারাপ মিশে একাকার করে পিষে এলোমেলো লন্ডভন্ড কান্ডকারখানারে! তবু! মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে, মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দী করে রে! খাঁচায় বন্দী করে। ঝিংকাচিকা ঝিংকাচিকা ঝিংকাচিকা ঝিকাংকা! ডাউনলোড : ৩.৭ মেগাবাইট মূল : আমার সাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.