আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের পাগল , নাকি পাগল প্রেম ?

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই , যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

ছবির এই লোকটির
দেখা মিলবে, ঢাকা ইউনিভার্সিটির
রোকেয়া হলের সামনে ।
প্রতিদিন সকাল থেকে রাত ৯
টা পর্যন্ত ।
তিনি প্রতিদিন
সকালে রোকেয়া হলের
সামনে এসে দাড়িয়ে থাকেন আর
রাত ৯ টার
দিকে চলে যান ।

ঢাকা ইউনিভার্সিটির এই
হলে প্রায় ৩০০০
মেয়ে থাকে ।

এই লোকটি কোন একজন
মেয়েকে খুঁজে বেড়ান ।
গত ৪ বছর ধরে তিনি প্রতিদিন
এখানেই
অপেক্ষা করেন ।
ফেসবুক থেকে পাওয়া তথ্যমতে,
তিনি এসএসসি'তে ৪.৯৪
এবং এইচএসসি'তে ৫.০০
পাওয়ার পর ,
ঢাকা ইউনিভার্সিটি তে
মার্কেটিং নিয়ে অনার্স
করে অতঃপর বিসিএস ক্যাডার
হয়ে পুলিশে যোগ
দান করেন ।

তিনি যখন
অনার্সে পড়তেন ,
তখন তার
ডিপার্টমেন্টের
একটা মেয়েকে ভালবাসেন ।
কিন্তু
মেয়েটি তাকে মোটেও পাত্তা দিতনা ।


মেয়েটি এই
রোকেয়া হলেই থাকত । তাই ,
লোকটি ও
প্রতিদিন তার হলের
সামনে এসে দাড়িয়ে থাকেন ।
এভাবে প্রায়
পুরো অনার্স তিনি এই কাজ
করেন । কিন্তু , মেয়েটি কখনোই এই
মানুষটিকে পছন্দ
করেনি ।
এক সময় মেয়েটি অন্য
একজনকে বিয়ে করে ফেলে ।


এই ঘটনাটা লোকটিকে পাগল
করে দেয় । প্রেমের এই
পাগল একসময় সত্যিকার
পাগলে পরিণত
হয় ।
পাগল হয়ে তিনি সব কিছু
ভুলে গেলেও ,
ভুলেননি রোকেয়া হলের
সামনে এসে দাড়িয়ে থাকাটা ।
আজও এই
লোকটি অপেক্ষা করে তার
ভালবাসাকে পাবার জন্য ।
দাঁড়িয়ে থাকে রোকেয়া হলের
সামনে ।


তার মুখে বার বার
একটি কথা উচ্চারিত
হতে শোনা যায় , "সে আসবে ।
তাকে তো আসতেই হবে ।
সে আমার ভালবাসা ।
হয়তবা পড়তেছে তো , তাই
আসতে একটু
দেরি হইতেছে ।
এইতো এক্ষনি চলে আসবে ।

"
এমন কিছু
কথা শোনা যাবে তার
মুখে ।
এই পর্যন্ত ৪ বার
তাকে পুলিশে দেওয়া হয়েছে ।
কিন্তু ,
প্রতিবার ই পাগল
হিসেবে ছেড়ে দেওয়া হয় ।
এখন আর পুলিশ তাকে গ্রেফতার করেনা ।

ঘটনাটি লোকমুখে শোনা , ছবিটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়ের পাঠানো ।

কেউ ঘটনাটির সত্যতা যাচাই করতে পারলে জানাবেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.