আমাদের কথা খুঁজে নিন

   

কান্নার দায়

সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়।

কথা তো কথাই, তবু অনেক কতো কথা এই, অনেক কথার পৃষ্ঠে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে, যে কান্নাটা জমেছে আর হাত বাড়িয়ে, হাত বুলিয়ে আমার যে কান্না, থামাতে পারেনি কেউ সে কান্নার দায় তুমি এড়াতে পারো না আমিই তো কান্না করছি, এই আমি আমিই অশ্রু ঝরাই, বারবার আমিই চোখ আমার, অশ্রু তো আমারই কিন্তু তোমার ছোট বোনটাকে আজো, কেউ-আমি বোঝাতে পারিনি ও বলেছে, নদী বেশ প্রিয় তোমার প্রিয় নদী, তোমার প্রিয় নদী-নন্দিনী তোমার উঠোনে যেতে পারতো, যায়নি তোমার জানালায় দাড়াতে পারতো দাড়ায়নি, আমার চোখেই খেলেছে ছোটবেলাকার মতো করেই খেলে যায় নদীটাকে তোমার আঙিনায় ডাকবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।