আমাদের কথা খুঁজে নিন

   

কান্নার সুর



বৃষ্টির ফোঁটাগুলি, বেশ বড় বড় চোখের পানিকে হার মানায় বৈশাখী হাওয়াতে ঝাপটা প্রচন্ড আমার সে দুঃখের তুলনায়। বৃষ্টি আমায় ডেকে বলেছিল, "কান্নার সুরটা কি জানিস? যে সুর হৃদয়ের অতল গভীরে সেই সুর শিখে নিয়ে কাঁদিস।" ঝড়ো হাওয়া বলে গেল ডেকে "কাঁদিস কেন রে তুই এতো? কতটুকু দেখেছিস দুঃখের বৃত্ত আমি তো দেখেছি শত শত।" আমার কান্নাগুলি থেমে গেছে রয়ে গেছে প্রাণের হাহাকার, কান্নার সুরাসুর শিখব আমি তারপর কেঁদে যাবো আবার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।