আমাদের কথা খুঁজে নিন

   

পূজা



বছর ঘুরে আবার মা যে এলেন মোদের ঘরে মর্ত্যলোকের এই পৃথিবী বরণ করবে তাঁরে। ঈদের পরে এলো পূজা আমাদের যে শুধুই মজা। মা যখন এলেন শান্তিতে থাকব মোরা এইটুকু বর দিবেন। মায়ের সাথে এলেন যে তাঁর ছেলে-মেয়ে-স্বামী সবাই মিলে থাকবে কদিন মায়ের বাপের বাড়ি। ষষ্ঠী থেকে সপ্তমী পর অষ্টমীটা এলেই নবমীটাও আসবে বলে- মজা যাবে বেড়েই! দশমীটা আসবে যখন চোখের পানি নামবে তখন; মায়ের যাবার বেলায়, মনটাকে খুব শক্ত করেই দিতে হবে বিদায়। সবাইকে দূর্গাপূজার শুভেচ্ছা। মায়ের আর্শীবাদে উদ্ভাসিত হোক সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।