আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল জোকস : ফিমেইল মেডিসিনের মজা

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়।

সিওমেকে ইন্টার্ন লাইফে মেডিছিন প্লেইছমেন্টের অধিকাংশ সময়ই আমার কাটে ফিমেইল ওয়ার্ডে। আমিও আর ছিএ ভায়ারে রিকোয়েস্ট করি নাই আমারে মেইলে পাঠাইতে। কারণ আমি বেশ অলস প্রকৃতির মানুষ, মেইলে প্রায় সব রোগীই সিরিয়াস, ঐহানে কাম বহুত বেশি; অইন্যদিগে ফিমেইলে প্রতি এডমিশনে ৩০% রোগীই থাকে সোমাটোফর্ম ডিজর্ডারের, কাম কম টেনশন কম। ১ এডমিশন নাইটে আমার ডিউটি আছিল মেইলে।

হঠাত্ ফিমেইলের DOD ৪৪-এর ১ ভায়া হন্তদন্ত হইয়া আইয়া হাজির হইল। কইল: শওকত তারতারি আমার লগে ১টু ফিমেইলে চল, একলগে ৩টা রুগী আইছে বিষ খাইয়া অজ্ঞান। লৌড়াইয়া গেলাম। গিয়া দেহি তিন লড়কি পুরা লাশের মতো পইরারইছে ফ্লোরে। চাইরদিগে গোটাদশেক এটেনড্যান্ট।

ভাই কয়: তারতারি IV চ্যানেল করন লাগব, ফ্লুইড আর এন্টিডট স্টার্ট করতে অইব। আমি কই : ১ মিনিট ভায়া। এই যে এটেনড্যান্টরা, ১টু খুইল্যা কন দিনি কী সমাচার। এটেনড্যান্ট : এইগুলা ৩ বইন। ১টা আইছে জামাইর বাড়িততে বাপের বাড়িত।

আওনের সময় জামাইয়ে ৩ডা প্রাণ ম্যাঙ্গো জুস কিন্যা দিছিন। বাড়িত আইয়া জুস খাইয়া ৩ বইন পেটের বেদনায় চিক্কুর দিয়াই অজ্ঞান। আমি তহন ফিমেইলে আড়াই মাসের অবিজ্ঞতাসম্পন্ন। ১টু খটকা লাগে। জিগাই : বমি বা দাস্ত অইছিল? এটেনড্যান্ট : না।

আমি : পেট বেদনা ছারা আর কিচ্চু না? এটেনড্যান্ট : না। ভায়া কয়: শওকত চল চ্যানেল করি। আমি : দারান ভাই, বারী স্যরের ইউনিটে এইসব করার আগে আসেন ২বার ভাবি। এগজামিনেশন শুরু করলাম। সব নরমাল।

এমুনকি যহন জিহবা দেখাইবার কইলাম ৩জনেই মড়ার মতো পইরা থাইকাই টুক কইরা জিহবা বার কইরা দেহাইল। দেখলাম তাগো আনকনশাছনেছের নমুনা। এটেনড্যান্টরে কইলাম: আপনেরাকুনু দুচ্চিন্তা কইরেন না, কুনু ভয় নাইকা, খালি স্যালাইনখাওয়ান (সান্ত্বনা পুরুস্কার)। এটেনড্যান্ট : অজ্ঞান রুগী খাইব কেমতে!? আমি : জিহবা যহন দেহাইতে পারছে খাইতেও পারব। এগো আর কিচ্চু দেওন যাইব না।

আইসা DODর চেয়ারে বইসা রইলাম। একটু পরে দেহি, গোটা দশেক এটেনড্যান্ট সমভিব্যাহারে, 'মুমূর্ষু' ঐ তিন বইন লাইন ধইরা, এইদিক ঐদিক তাকাইতে তাকাইতে ওয়ার্ডতে দিব্যি বার অইয়া গেল গা। আহ! এর লাইগ্যাই ফিমেইল ওয়ার্ডডা এত্ত ভালা লাগে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।