আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন অর্থ তালেবানের পকেটে

আমি খুব ভাল মেয়ে

যুক্তরাষ্ট্রে এক তদন্তে দেখা গেছে যে নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যেসব বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে তাদের কারো কারো সাথে তালেবান ও স্থানীয় যুদ্ধবাজ নেতাদের যোগাযোগ রয়েছে৻ সেনেটে সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটি বলছে, কোথাও কোথাও মার্কিন ঘাঁটিতে স্থানীয় রক্ষীরা তালেবানের সাথে সরাসরি কাজ করছে৻ এইসব সংস্থাকে যে পারিশ্রমিক দেয়া হচ্ছে সেটা পৌঁছে যাচ্ছে তালেবানের সমর্থকদের কাছে৻ যেসব সংস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো চালান যুদ্ধবাজ নেতারা, যাঁদের নিজস্ব মিলিশিয়া বাহিনী রয়েছে৻ এই রিপোর্টে যে চিত্র তুলে ধরা হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগজনক একাধিক ভয়াবহ দৃষ্টান্ত দেয়া হয়েছে এই রিপোর্টে৻ এদের মধ্যে দুজনের ছদ্মনাম দেয়া হয়েছে সহিংসতায় ভরা এক হলিউড চলচ্চিত্র রেসারভয়ার ডগসের দুটি চরিত্রের নামে৻ মার্কিন সেনেটের যে কমিটি এই রিপোর্ট প্রস্তুত করেছে সেই কমিটির চেয়ারম্যান সেনেটর কার্ল লেভিন বলছেন এইসব নেতাদের বিরুদ্ধে খুণ, ঘুষ দেয়ানেয়া, ভুমিমাইন এবং গোলাবারুদের বিপুল মজুতের মালিকানা ইত্যাদি বিভিন্ন অভিযোগ আছে৻ তাঁর মতে আফগানিস্তানে এই ধরণের ঠিকাদারী সংস্থা নিয়োগ করে সেখানে মার্কিন তৎপরতাকে বিপন্ন করে তোলা হচ্ছে: তিনি বলছেন প্রায়ই ব্যক্তি মালিকানাধীন এইসব নিরাপত্তা সংস্থার ওপর যুক্তরাষ্ট্র বেশী নির্ভর করায় আফগানিস্তানে বিভিন্ন যুদ্ধবাজ নেতা, যাঁরা সরকারী নিয়ন্ত্রণের বাইরে, তাঁদের আরো শক্তিশালী করে তোলা হচ্ছে৻ মি. লেভিন বলছেন এমন তথ্য প্রমাণও রয়েছে যে কিছু কিছু ঠিকাদার সরাসরি মার্কিন নেতৃত্বধীন বাহিনীর বিরুদ্ধে কাজ করছে৻ কিছু কিছু ঠিকাদার সরাসরি মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে কাজ করছে তাঁর বিশ্বাস এর ফলে আন্তর্জাতিক বাহিনীর যাঁরা সৈনিক তাঁদের ঝুঁকি আরো বাড়ছে৻ যুক্তরাষ্ট্রে ব্যক্তি মালিকানাধীন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের একজন সদস্য ডাগ ব্রুকস৻ তিনি বলছেন যেসব সংস্থা আফগানিস্তানের মতো জায়গায় তৎপর, তাদের পক্ষে একটা দুরূহ চ্যালেঞ্জ হলো স্থানীয়ভাবে কাদের নিয়োগ করা হবে সেটা ঠিক করা৻ বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে তিনি বলেন ধরা যাক একটা কাজের জন্যে স্থানীয় কাউকে পাওয়া যাচ্ছে যে হয়তো কোনো যুদ্ধবাজ নেতার জন্যে কাজ করে এবং আরেকজনকে পাওয়া যাচ্ছে যাকে আফগানিস্তানের আরেকটি জায়গা থেকে নিয়ে আসতে হবে এবং সে সহজেই আক্রমনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সেখানে বাছাই করাটা সত্যিই দুরূহ বলে বলছেন তিনি৻৻ সেই জন্যেই তাঁর মনে হয় মার্কিন সরকার স্থানীয় ভাবে নিরাপত্তা সংস্থা নিয়োগ করার নীতি প্রণয়ন করে৻ সেনেটর কার্ল লেভিন বলছেন এখন যেটা হচ্ছে সেটা হলো যুক্তরাষ্ট্র কিছুটা না বুঝে শত্রু পক্ষকে অর্থ দিয়ে চলেছে৻ তিনি দাবী করছেন আফগানিস্তানে ব্যক্তি মালিকানাধীন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে দেয়ার জন্যে যে ডলারের প্রবাহ সেটা বন্ধ করতে হবে৻ কিভাবে এই ঠিকাদারদের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমানো যেতে পারে তারও একটা উপায় ভেবেছেন সেনেটর লেভিন৻ :তিনি বলছেন যুক্তরাষ্ট্রের এখন প্রয়োজন এমন একটা বাস্তবসম্মত পরিকল্পনা, যাতে এইসব ঠিকাদাদের বাদ দেয়া হবে না বরং তাদের ঠিক মতো অনুসন্ধানের পর আফগান সেনাবাহিনীতে অন্তর্ভু্ত করে নেয়া যাবে৻ মি.লেভিন মনে করেন তাঁরা কখনোই চাননা হাজার হাজার যুবক বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াক, যদি তারা নিরাপত্তা কর্মী হতে পারে তালে তাদের সরকারের জন্যে কাজ করা উচিৎ বলে সেনেটর লেভিনের মতামত৻

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.