আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭৫ সাল থেকে ১৯৯০ সালের মত দেশবাসী এখন আর নাই

১৯৭৫ সাল থেকে ১৯৯০ সালের মত দেশবাসী এখন আর নাই যে, নিজেদের সুবিধামত রাজনৈতিক প্রয়োজনে আওয়মীলীগ বিএনপির নেতারা যা যা বলবে দেশবাসী সব বিশ্বাস করবে । দেশবাসীকে বিশ্বাস করাইতে প্রমান লাগে । ফটোশপের ৪/৫ টা ছবি দিয়া ২০০০/২৫০০ মৃত্যুর রিউমার সাড়া বাংলাদেশ কভার করার দিন নাইরে ভাই । বর্তমান আমলে দেশবাসী বহুত চালু । মিথ্যাকে সত্য প্রমান করতে গিয়ে আজ তারা মুখ থুবড়ে পড়ে গেল ।

কিভাবে উঠে দাড়াবে জানিনা । তবে এটুকু বলা যায় গত অধিবেশনের কাঁটা কান ঠিক ভাবে জোড়া লাগবার আগেই আরেকটা কান জামায়েতে এবং হেফাজতে ইসলামকে টানতে দেয়ার কারনে অনেকটাই লাল হয়ে গেল । কানের এই লাল পরিনতির মূল্যও সম্ভবত আগামী নিবর্াচনে দিতে হইতে পারে । দেশবাসীকে এমন ডাহা মিথ্যা কথা হজম করাইবার প্রচেষ্টার জন্যও কিছুটা মূল্য দিতে হইতে পারে । আকাশ পাতাল হয়ে গেছে, ২০/২২ জনকে ৪০/৫০ জন বানিয়ে চালাবার চেষ্টা করলে কিছূটা লাভবান হতে পারতো কিন্তু সহস্র সংখ্যা প্রতিষ্ঠা করার চেষ্টাতেই সব গড়বর হয়ে গেল ।

জানিনা কারা কারা এত বড় একটা দলের  রাজনীতির উপদেষ্টা সমূহ, তাদেরকে বিকল্প ধারা বাহীক ভাবে এলডিপি(লং ডিস্টেন্স ফ্রম দি পাটর্ি) করা উচিত । দূষ্ট প্রকৃতির লোকদের এবার নমিনেশন না দিয়ে দল থেকে বহিঃষ্কার করতে না পারলে ভোটও অনেক কমে যাবে । যারা বিএনপির অনেক বেশী বেশী ভাল চায় তাই মৃতের সংখ্যা বেশী বেশী প্রচার করেছে তার পর পুরা দল সহ দেশবাসীর কাছে ধরা খাওয়াইছে । বাংলাদেশে যত ধরনের সহীংসতা, জঙ্গীবাদ, ইসলামী আন্দোলন ও রাজনীতি চলিতেছে এবং সেই সাথে নতুন নতুন যোগ হয়েছে মিথ্যাবাদীতা, সকল কিছুর মূলেই কিন্তু লুকিয়ে আছে ভোটের হিসাব । সুতরাং বিএনপিকে আরও সতর্ক রাজনীতি করিতে হইবে ।

সংবিধানে আছে বিরোধী দল সরকারেরই একটি অংশ । সরকারকে বিপদে ফেলিয়া বার বার বিরোধী দলকেও বিপদে পড়িতে হইতেছে । বর্তমানে প্রচলিত ধারার রাজনীতি বাদ দিয়া ধনাত্মক, নিরপেক্ষ এবং মৌলিক ধারার রাজনীতি করিতে হইবে । আগামী অধিবেশনের দৌড়ে এইবার পিছিয়ে পড়লে আগামীর অধিবেশনগুলি অনেক দূরে ধরা ছোঁয়ার বাহিরে চলে যাবার সম্ভাবনাই বেশী । ইসলামের প্রতি প্রয়োজনাতিরিক্ত সহানুভূতি প্রদানে যে কোন রাজনৈতিক দলের ভোট অর্জনের চেষ্টা দেশবাসী এখন ঠিকই বুঝতে পারে যার কারনে ব্যাপারটি ভাল ভাবে নেয় না ।

  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।