আমাদের কথা খুঁজে নিন

   

বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে।

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে। বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে। আমরা কজন নবীন ভাদেম। পণ করেছি।

করবোনা বিয়েএএএ। জীবন কাটে যুদ্ধ করে, পুরুষ জাতির বিয়ের পরে। জীবনের স্বাদ নাহি পায়। । ওওওওওওওও ওওওওওওওওওওও ওওওওওওওওও ঘর বাড়ির ঠিকানা নাই।

বাজারে চাকরি নাই। দুখের কথা বলার মানুষ নাই। জানি শুধু চলতে হবে। এ তরী বাইতে হবে। আমি যে বেকার মাঝি রে।

বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে। বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে। চাকরী পাব কিনা জানিনা। ভোরের ঐ সূর্য চোখে পড়েনা। না না না।

ইন্টারভিউতে ভুলেও কভু ডাকে না। । মামা ছাড়া চাকরি আজকাল হয়না। ব্যাংক গুলার ঐ সার্কুলারে। মাথায় আকাশ ভেঙ্গে পরে।

ছেড়া তার আরো ছিড়ে যায়। ওওওওওওওও ওওওওওওওওওওও ওওওওওওওওও ব্যাংক ড্রাফট হবে ৫০০ টাকায়, কে করলো ফকির আমায়? দেখি ঐ ফটকা ব্যাংকগুলায়। তবু এপ্লাই করতে হবে। লড়াই করে মরতে হবে। যতক্ষন আছে টাকা পকেটে।

বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে। বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে। আমরা কজন নবীন ভাদেম। পণ করেছি। করবোনা বিয়েএএএ।

মূল গানের ডাউনলোড লিঙ্ক। কৃতজ্ঞতা- লালসালু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।