আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্তে ইরানি ‘গুলিবর্ষণের’ প্রতিবাদ আফগানিস্তানের

কাজের উদ্দেশ্যে ইরানি সীমান্ত পার হওয়ার সময় আফগান নাগরিকদের উপর ইরানি সীমান্তরক্ষীদের গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তান। ওই গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে অভিযোগ আফগানিস্তানের। এ ঘটনার প্রতিবাদ জানাতে রোববার আফগান পররাষ্ট্রমন্ত্রী জালমাই রসুল ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠান বলে বিবিসি জানিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার একদল আফগান নাগরিক কাজের খোঁজে ইরান সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদের লক্ষ্ করে ইরানি সীমান্তরক্ষীরা গুলিবর্ষণ করে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কাবুল।

এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “কাজের খোঁজে ইরানে প্রবেশকারী নিরস্ত্র আফগানদের হত্যা ও আহত করার প্রতিবাদ জানাতে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। ” বিবৃতিতে বলা হয়, “ইরানে কাজের খোঁজে যাওয়া আফগান বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ ধর্মীয়, সাংস্কৃতিক ও সৎ প্রতিবেশিসুলভ সম্পর্কের বিরোধী। ” এর আগে আফগান সরকারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৩শ’ শ্রমিক কাজের খোঁজে ইরানে প্রবেশের চেষ্টা করছিল। নিহত ১০ জনও তাদের মধ্যে ছিল, এছাড়া এদের মধ্যে আরো ৮ জন আহত হয়েছেন। বিনা পাসপোর্ট ও ভিসায় নাগরিকদের ইরান যেতে দেওয়ায় বিবৃতিতে আফগান সীমান্ত রক্ষীদেরও সমালোচনা করা হয়।

ইরানি কর্তৃপক্ষ গুলিবর্ষণের কথা নিশ্চিত করেনি। প্রতি বছর অবৈধভাবে কয়েক হাজার আফগান সীমান্ত পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে। এ ধরনের প্রায় ২৪ লাখ আফগান অভিবাসী এখন স্থায়ীভাবে ইরানে বসবাস করছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.