আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিপুরায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বলিত ছবি নিয়ে ত্রিপুরায় শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আগামীকাল থেকে উনিশ দিন চলবে এই উৎসব। এ কথা জানিয়ে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, উৎসবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মোট ১১টি ছবি প্রদর্শিত হবে। যার মধ্যে 'পলাশী টু ধানমন্ডি', 'কারীগর', 'জয়যাত্রা', 'প্রামাণ্য চিত্র-১৯৭১', 'আমার বন্ধু রাশেদ', 'গেরিলা' ছবিগুলো উল্লেখযোগ্য। উৎসব চলাকালীন ছবিগুলোর পরিচালক নিজে উপস্থিত থেকে ছবির উল্লেখযোগ্য দিক যাতে দর্শকদের কাছে তুলে ধরতে পারেন তারও ব্যবস্থা থাকছে বলে মন্ত্রী জানান। ত্রিপুরার রাজধানী আগরতলাসহ রাজ্যের চারটি প্রেক্ষাগৃহে ছবিগুলো দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ এবং ত্রিপুরার সংস্কৃতি দফতরের পাশাপাশি ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, '৭১-এর যুদ্ধে পাকবাহিনীর হাত থেকে বাঁচতে প্রায় ১৬ লাখ মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেদিন পাকবাহিনীর সঙ্গে যুদ্ধ জয়ের অভিজ্ঞতা কিংবা সেই যুদ্ধে ভারতের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে প্রায় অজানা। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই ইতিহাস তুলে ধরতেই এই চলচ্চিত্র উৎসব বলে জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.