আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না : প্রধ&#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জনের দিকেও এগিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না। সেটা আসলেই পারেনি, পারবেও না। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত '৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসে স্বাধীনতার শ্রেষ্ঠ ভাষণ' শীর্ষক সেমিনারে গতকাল তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার শত্রুরা সক্রিয় আছে। কিন্তু তারপরও আমাদের সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আজ অর্থনৈতিক অর্জনের পথে অনেক দূর এগিয়েছে। অর্থনৈতিক মুক্তি অর্জন করলেই আমরা সত্যিকারের স্বাধীনতা পাব। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, মূলত ৭ মার্চের ভাষণেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। সেদিনের ভাষণে বঙ্গবন্ধু একবারের জন্যও পূর্ব পাকিস্তান শব্দটি ব্যবহার করেননি। তিনি বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন চেয়েছিলেন। তিনি দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের জনগণের কাছে ৭ মার্চের ভাষণের মাহাত্দ্য তুলে ধরার নির্দেশ দেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক সহিদুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অনুপম সেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.