আমাদের কথা খুঁজে নিন

   

হয় বার্সা, নয় রিয়াল

অবশ্য তারকা-দ্যুতিতে লা লিগাই সবচেয়ে এগিয়ে। মেসি-রোনালদো তো আছেনই, আছেন জাভি-ইনিয়েস্তা-ভিয়ারাও। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। স্বদেশের সান্তোস থেকে বার্সার রেকর্ড পাঁচ কোটি ৭০ লাখ ইউরোতে মেসিদের সতীর্থ হয়ে হৈ-চৈ ফেলে দিয়েছেন তিনি। বার্সার আক্রমণভাগে মেসি-নেইমার জুটি দেখতে ফুটবল-দুনিয়াও অধীর আগ্রহে অপেক্ষা করছে।


শ্রেষ্ঠত্বেও এগিয়ে স্প্যানিশ লিগ। গত বছর বর্ষসেরা ফু্টবলার নির্বাচনের জন্য ফিফা ২৩ জনের যে তালিকা করেছিল, তার মধ্যে ১২ জনই ছিলেন লা লিগার। তাদের মধ্যে অবশ্য ১১ জনই রিয়াল আর বার্সার।
স্পেনের তো বটেই, বিশ্বেরও সবচেয়ে সফল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। রেকর্ড ৩২ বার লা লিগা জিতেছে তারা, রেকর্ড ৯ বার ইউরোপ-শ্রেষ্ঠত্বও তাদের অধিকারে।


তবে মেসির সরব আবির্ভাবের পর থেকে বার্সাই বেশি সফল। ২০০৪ সালের অক্টোবরে আর্জেন্টাইন তারকার লা লিগায় অভিষেক। তার পর থেকে বার্সা স্পেনে চ্যাম্পিয়ন হয়েছে ছয় বার। লিগের বর্তমান চ্যাম্পিয়নও তারা। মেসির অভিষেকের পর লা লিগায় রিয়ালের শিরোপা-সংখ্যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর ঠিক অর্ধেক, তিনটি।


১৯২৯ সালে শুরু হওয়া স্প্যানিশ লিগের ৮২টি আসরের মধ্যে (১৯৩৬ থেকে ১৯৩৯ পর্যন্ত স্প্যানিশ গৃহযুদ্ধের কারণে টানা তিন মৌসুম লিগ হয়নি) রিয়াল ও বার্সার ঘরেই ৫৪ বার শিরোপা গেছে। এর মধ্যে রিয়ালের ৩২টির বিপরীতে বার্সার শিরোপা ২২টি।
এছাড়া আতলেতিকো মাদ্রিদ ৯, অ্যাথলেতিক বিলবাও ৮, ভ্যালেন্সিয়া ৬, রিয়াল সোসিয়েদাদ দুই এবং দেপোর্তিভো লা করুনা, সেভিয়া ও রিয়াল বেতিস একবার করে শিরোপার মধুর স্বাদ পেয়েছে।
এবার বার্সা-রিয়াল দুই দলই খেলবে নতুন কোচের অধীনে। অসুস্থতার কারণে পদত্যাগ করা টিটো ভিলানোভার জায়গায় বার্সার ক্যাম্প নিউ-এ এসেছেন আর্জেন্টিনার জেরার্দো মার্তিনো।

আর জোসে মরিনিয়োর উত্তরসূরী হিসেবে ইতালিয়ার কার্লো আনচেলত্তিকে নির্বাচিত করেছে রিয়াল।
এই একটা জায়গায় অবশ্য রিয়াল বেশ এগিয়ে। কোচিং-জীবনে বার্সেলোনাই মার্তিনোর প্রথম ইউরোপীয় ক্লাব।
সে তুলনায় আনচেলত্তি অনেক অভিজ্ঞ। গত মৌসুমে তার অধীনেই ১৯ বছর পর ফরাসী লিগ জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেই।

চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ আর এসি মিলানকে ইতালির সেরি আ -এর শিরোপাও এনে দিয়েছিলেন তিনি। মিলানকে দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়ার কৃতিত্বও ইতালির এই সাবেক মিডফিল্ডারের।
এখন আনচেলত্তির সামনে সান্তিয়াগো বার্নাবাউয়ে ৩৩তম লিগ শিরোপা এনে দেয়ার কঠিন চ্যালেঞ্জ।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।