আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুত ডিসিসি নির্বাচন চায় ইসি

আগামী সপ্তাহেই এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আর নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে রায়ের কপি হাতে পাওয়ার পরই।
সোমবার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে করা রিট খারিজ করে ভোট আয়োজনের ওপর স্থগিতাদেশ তুলে নেয় হাই কোর্ট।
এর ফলে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক।
রায়ের পর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, আগেও বর্তমান কমিশন এক দফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।

এ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আইনগত কোনো সমস্যাও নেই।
“বহুদিন ধরে অপেক্ষা করছি। আর কোনো দেরি নয়। খুব দ্রুত ডিসিসি নির্বাচন সম্পন্ন করা হবে।

রায়ের কপি হাতে পেলেই কমিশন বৈঠকে এ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ”
এক্ষেত্রে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা মুদ্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী সপ্তাহ নাগাদ কমিশন বৈঠকে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।
তবে কবে নাগাদ নির্বাচনটি করতে চায় সে বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি এ নির্বাচন কমিশনার।
গত বছর এপ্রিলে ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় আদালতের স্থগিতাদেশ আসে। ঢাকার সিটি কর্পোরেশন ভাগ করে গত বছর সৃষ্ট দুই সিটি কর্পোরেশনে গত বছরের ২৪ মে ভোট হওয়ার কথা ছিল।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.