আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুত ফলাফল: কিন্তু এত দ্রুত !!!!!!!



গতকাল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (সাধারণ সেবা) পদের নিয়োগ পরীক্ষা দিলাম। পরীক্ষাটা ভালই দিয়েছিলাম। পরীক্ষা শেষে জানানো হল আজকেই ফলাফল জানিয়ে দেয়া হবে। কিছুটা খটকা লাগল। তাড়াতাড়ি ফল দিবে ভাল।

কিন্তু এত তাড়াতাড়ি দশ হাজার পরীক্ষার্থীর উত্তরপত্র যাচাই করা কি সম্ভব? সকালে আর ই বির ওয়েব সাইটে ঢুকে দেখি সত্যিই রেজাল্ট দিয়ে দিয়েছে। গতকাল সন্ধ্যা ৬:৩০ মিনিটেই ফলাফল হয়ে গেছে। আশ্চার্যান্বিত হলাম। পরীক্ষা বৃত্ত ভরাট পদ্ধতিতে হয়েছে। অপটিক্যাল মার্ক রিডার দিয়ে অনেক তাড়াতাড়ি উত্তরপত্র যাচাই করা যায়, সেটা জানি।

কিন্তু বেলা ১১:০০ টায় শেষ হওয়া দশ হাজার শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র বিভিন্ন কেন্দ্র থেকে আর ই বি অফিসে এনে, যাচাইয়ের পর সন্ধ্যা ৬:৩০ মিনিটের মধ্যে নোটিশ বোর্ডে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা ঝুলানো আসলেই কি সম্ভব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.