আমাদের কথা খুঁজে নিন

   

এ জার্নি বাই বাস এবং পুলিশের এক্সট্রা খাতির ।

লেখা দেখুন; লেখককে নয় ।

গতকাল রাত ১১.৩০ এর বাসে উঠসি। চট্টগ্রাম থেকে ঢাকা আসব। শেষের থেকে ২ নম্বর রো তে সিট পরসে। আমার পাশেই জানালার দিকের সিটটায় আরেকজন যাত্রি।

দেখতে নিতান্তই সাধাসিধা, ভদ্রলোক । যাই হোক, বাস ছাড়লো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছি। হঠাত আনুমানিক ৩.৪৫-৪ টার দিকে ঘুম ভেঙ্গে গেল । দেখি ৩-৪ জন পুলিশ।

হাট্টা-কাট্টা গোছের একজন আমার পাশের সঙ্গীকে আচ্ছাসে সার্চ করছেন আর পেছনে একজন টর্চ ধরে আছেন । যেহেতু উনি ভিতরের দিকে, তাই উনাকে সার্চ করতে গিয়ে আমার গায়ে একটু ধাক্কা লাগে, যেজন্য ঘুম ভাংসে; নাহলে আমার ঘুম এত সহজে ভাঙ্গে না! যাই হোক , পাশের জনের চেকিং শেষে চেকার আমার দিকে তাকালেন। বললেন ঃ আপনি কি করেন? আমি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন! আচ্ছা। ঠিক আছে।

ব্যাস,এইটুকুই । চেক করা তো দুরের কথা ; আর কোনও প্রশ্ন করলেন না, এমনকি আইডি কার্ডও দেখতে চাইলেন না। পিছনের সিটে ৪ জন যাত্রি ছিল। প্রত্যেককে চেক তো করলেনই ; কে কোথায় থাকে, কোথায় চাকরি করে... পুরা ঠিকুজি কুলুজী বাইর করলেন। কাঁচা ঘুম ভাঙ্গায় মেজাজ একটু খারাপ হইসিল ; এইটা দেখে মন ভাল হয়ে গেল।

ঢা.বি.র জন্যই এই এক্সট্রা খাতির । মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পাবলিক - প্রাইভেট নিয়া ক্যাচাল দেখি। সত্যি বলতে কি প্রাইভেটের বেইল শুধু ঢাকাতেই । এক জায়গায় এতগুলা প্রাইভেট হয়ে যাওয়াতেই তাদের যা পোজপাজ; নইলে ঢাকার বাইরেও দেশের একটা বড় অংশ আছে। সেখানে প্রাইভেটের কোন দাম নাই।

আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম বললে(NSU,AIUB) আগে বুঝাই দিতে হবে জিনিসটা কি, অথচ টেকনাফ থেকে তেতুলিয়া , সুন্দরবন থেকে সুনামগঞ্জ - সবখানেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এক নাম ঢা.বি. সাধারণ মানুষদের জন্য সাধারণ মানুষেরই এক অসাধারণ মিলনমেলা। জয়তু ঢাকা বিশ্ববিদ্যালয় , জয়তু সাধারণ মানুষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।