আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুখ নিষিদ্ধ

‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই নতুন উদ্যমে সিনেমাটির প্রচারণা শুরু করেন শাহরুখ। আর সেই উদ্দেশেই তিনি বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে যান এবং দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তবে তার মাইক্রোব্লগিং সাইটে জানান শহরের দুটি মাল্টিপ্লেক্সে ঢোকার অনুমতি পাননি তিনি।
কর্তৃপক্ষ শপিং মলে উপস্থিত সকলের এবং শাহরুখের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। শাহরুখ টুইট করেন, “পিভিআর ফোনেক্স কুরলা এবং পিভিআর ফোনেক্স লোয়ার প্যারেলে আমি যেতে পারছি না।

তবে অন্যান্য প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ”
এক সূত্রে মিড-ডে জানায়, প্রথমে প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ শাহরুখকে তার সিনেমার প্রচারণায় সেখানে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে শপিং মলের কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তাদের মত পাল্টান। কারণ শাহরুখের উপস্থিতিতে ভিড় অনেক বেড়ে যাবে। এতে করে সকলেরই নিরাপত্তায় ব্যঘাত ঘটতে পারে।


৯ অগাস্ট মুক্তি পাওয়া রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ এরই মধ্যে বক্স অফিসে আয় করেছে দেড়শ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে শিঘ্রই ২০০ কোটির ঘরে উঠে যাবে এর আয়ের অংক। ব্লক বাস্টার হিট ওই সিনেমায় শাহরুখের বিপরীতে এক তামিল তরুণীর ভ‚মিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়–কোন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।