আমাদের কথা খুঁজে নিন

   

নারীর ছদ্মবেশে ফেসবুকে ভাইরাস--- লুলু ভাইয়েরা সাবধান।



সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা লুকানো এক ভাইরাসের সমস্যায় পড়ছেন। এই ভাইরাসটি ফেসবুক ওয়ালে একটি নারীর ছদ্মবেশে আসে। ফেসবুকে তার ছবি প্রকাশিত হবার কারণে আত্মহত্যা করেছে সে এমন টেক্সটসহ একজন নারীর ছবিতে ক্লিক করলেই ভাইরাসটি চুপিসারে কম্পিউটারে চলে আসে। খবর ইয়াহু অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই ভাইরাসটিতে টেক্সট হিসেবে লেখা থাকে ‘শকিং! দিস গার্ল কিলড হারসেলফ আফটার হার ড্যাড পোস্টেড দিস ফটো’।

এই লিংকটিতে আগ্রহভরে ক্লিক করলেই ভাইরাস আক্রমণ করে। জানা গেছে, লিংকে ক্লিক করা ছাড়াও ‘আই লাইক’ বাটনটিতে ক্লিক করলেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আর ভাইরাসটি ছড়িয়ে পড়লে ফেসবুকের ফেন্ড লিস্টে থাকা সব বন্ধুদের নিকট ফরোয়ার্ড হয়ে যায়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ভাইরাসটি পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য হাতিয়ে নেবার মতো শক্তিশালী নয়। তবে ফেসবুকের নিরপত্তাবিষয়ে বিতর্ক তুঙ্গে থাকায় এই ভাইরাস যেনো আগুনে ঘি! তথ্যটি এখান হতে নেওয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।