আমাদের কথা খুঁজে নিন

   

নারীর পথ চলা।



তোমার আকা বাকা শরীর-টা, দেখে কিছু মনে হয়। মাঝে মধ্যে হারিয়ে যায়, তোমার অ-জানায়। মিছে ভাবি তোমায় আমি, তোমার অ-জানায়। তোমার এলো-মেলো, পথ চলায়। বাঁধা কেন আমি হয়? তোমার আকা বাকা শরীর-টা, দেখে কিছু মনে হয়।

মাঝে মধ্যে হারিয়ে যায়, তোমার অ-জানায়। তোমার আসে ছিলেম আমি, তোমার পাশে কে সে? তোমার কেশের হাতে তুমি, বলে দিয়েছিলে। তোমার নয়ন অভিরামে তুমি, ভালো বেসেছিলে। তোমার আকা বাকা শরীর-টা, দেখে কিছু মনে হয়। মাঝে মধ্যে হারিয়ে যায়, তোমার অ-জানায়।

তোমার পথ চলাতে যেন, হৃদয় ভেঙ্গে যায়- আমার হৃদয় ভেঙ্গে যায়। মাঝে মধ্যে হারিয়ে যায়, তোমার অ-জানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।