আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন স্ক্যানার ESET নড ৩২ একটা জটিল ধামাকা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

খুব দরকার না পরলে উইন্ডোজ গুতাই না । বলতে গেলে গেমস খেলতে গেলে কিংবা বিশেষ প্রোগ্রাম এর প্রয়োজনে উইন্ডোজে ঢু মারি । কিন্তু বন্ধুদের কাছে কম্পিউটার থাকার কারনে এখন এটা এক রাত ধরে ভাইরাসে ধুকছিল । অনেক চেষ্টা করেছিলাম টাস্ক ম্যানেজার এ ঢুকার কিন্তু এটা লুপ এর মাধ্যমে ভাইরাস এটা ডি এক্টিভেট করে রাখে । আর এন্টিভাইরাস গুলোও অকার্যকর থাকে ।

আমার কম্পিউটারে এভিজি আর আভাস্ট ছিল । আভাস্টটি নন রিয়েলটাইম করে রাখি । আর এভিজি রিয়েল টাইম সার্ভিস দেয় । কিন্তু ভাইরাস এসে সব পাকিয়ে দিল । তারপর অনেক খুজে অনলাইন স্ক্যানার ইসেট নড ৩২ দিয়ে ঝাড়ু মারলাম কম্পিউটার ।

এখন সব ফক ফকা ! মজার ব্যাপার হল ভাইরাসটি নিজেই এন্টিভাইরাসের রূপে ছিল । ছাগলগুলো(বন্ধুরা) এটাকে এন্টিভাইরাস মনে করে মনে হয় ইনস্টল করে । যাই হোক লিনাক্সই ভাল । কবে সে সব সফট সাপোর্ট দিবে লিনাক্সে সেদিন উইন্ডোজকে ঝাড়ু মেরে বিদায় করে দিব ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।