আমাদের কথা খুঁজে নিন

   

পেয়ে যান আনলিমিটেড ক্লাউড স্টোরেজ এর সুবিধা

এবার পেয়ে যান আনলিমিটেড ক্লাউড স্টোরেজ এর সুবিধা। আপনার সব ডেটা  ক্লাউড এ স্টোর করে রাখুন একদম ফ্রীতে। আপনার কম্পিউটার এর
হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলেও আপনার ডেটা হারানোর কোনো ভয় নেই। সব তথ্য ক্লাউড এ স্টোর থাকবে।

১.কপি ক্লাউড স্টোরেজ-  এটি ড্রপবক্স  এর মতই সিকিউর।

এখানে ফাইল স্টোরেজ ও ফাইল শেয়ারইং এর সুবিধা পাওয়া যায়। এখানে রেফারেল এর মাধমে
আনলিমিটেড স্টোরেজ স্পেস পাওয়া যাবে। রেজিস্টার করলেই ১৫জিবি পেয়ে যাবেন।   আর প্রত্যেক রেফারেল পিছু ৫জিবি পাবেন। bengali.info6.net
এই সাইট এ গিয়ে কপি  ক্লাউড স্টোরেজ এই লিংক থেকে রেজিস্টার করলে ১৫জিবি এর জায়গায় ২০জিবি পাবেন।


২.মিডিয়া ফায়ার - এখানে আপনি ৫০জিবি ডেটা স্টোরেজ পেতে পারেন রেফারেল এর মাধমে। রেজিস্টার করলেই ১০জিবি। এর পর ইনস্টল করলে ২জিবি।
বাকিটা রেফারেল এর মাধমে পাবেন। অনকে মিডিয়া ফায়ার এ কোনো সফটওয়্যার, ইবুক এর ডাউন লিংক শেয়ার করে।

মিডিয়া ফায়ার একাউন্ট থাকলে সেটা ডাউনলোড
না করে সরাসরি আপনার একাউন্ট এ স্টোর করে নিতে পারেন।
৩.ড্রপবক্স -ড্রপবক্স সব থেকে ভালো সিকিউর ক্লাউড স্টোরেজ সার্ভিস দেয়। এখানে ও আপনি ২১জিবি স্টোরেজ ফ্রি তে পেতে পারেন। রেজিস্টার করলে ২জিবি পাবেন বাকি
১৬জিবি পাবেন রেফারেল এর মাধ্যমে। এছাড়া ৩জিবি পাবেন ফটো আপলোড করে dropbox.com এই লিংক থেকে রেজিস্টার করলে ৫০০এমবি বোনাস ফ্রি।


৪.উবুন্টু ওয়ান - উবুন্টু ওয়ান এ ২০জিবি ফাইল স্টোর করে রাখা যায়।  রেজিস্টার করলে ৫জিবি এর বাকি ২০জিবি পাবেন রেফারেল এর মাধ্যমে।
এছাড়া গুগল ড্রাইভ ,স্কাই ড্রাইভ ও আরো অনেক ক্লাউড প্রোভাইডার রয়েছে।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.