আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের ব্যথা আমি পেয়ে গেছি == জীবনানন্দ দাশ **

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** "আমি যেন সেই বাতিওয়ালা, সে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।।" পৃথিবীর এই ক্লান্ত এ অশান্ত কিনারার দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে। অবিশ্বাসীদের এতোটুকুই বিশ্বাস করা যায় যে তারা বারবার বিশ্বাস ভঙ্গের কারন হয়ে দাঁড়াবে। তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে! পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান! কোনোদিন শুনিবে না তুমি তাহা, জানি আমি– আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে– তবুও হৃদয়ে গান আসে! যতবার নক্ষত্রেরা জাগিয়াছে উপরে আকাশে ততবার ভাবিয়াছি তোমারে ভুলিয়া গেছি আমি ; ততবার ভাবিয়াছি প্রেম নাই-তুমি নাই পাশে ; নক্ষত্রেরা গেছে তাই আকাশের বুক থেকে নামি... আজ আমার মেঘে মেঘে রংধনু... আজ আমার মেঘে মেঘে রঙ... আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন... ভালবাসা নিয়ে বসে আছি মেঘে মেঘে সারাক্ষণ.............. আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়, পন্ড মনে হয়, সব চিন্তা — প্রার্থনার সকল সময়.. শূন্য মনে হয়, শূন্য মনে হয়! কেন আমি গান গাই? কেন এই ভাষা বলি আমি!- এমন পিপাসা বার-বার কেন জাগে! প'ড়ে আছে যতটা সময় এমনি তো হয়! মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে — হাসির আস্বাদ পেয়ে গেছি; দেখেছি আকাশে দূরে কড়ির মতন শাদা মেঘের পাহাড়ে সূর্যের রাঙা ঘোড়া; পক্ষিরাজের মতো কমলা রঙের পাখা ঝাড়ে রাতের কুয়াশা ছিঁড়ে; দেখেছি শরের বনে শাদা রাজহাঁসদের সাধ উঠেছে আনন্দে জেগে — নদীর স্রোতের দিকে বাতাসের মতন অবাধ চলে গেছে কলরবে; — দেখেছি সবুজ ঘাস — যত দূর চোখ যেতে পারে; ঘাসের প্রকাশ আমি দেখিয়াছি অবিরল, — পৃথিবীর ক্লান্ত বেদনারে ঢেকে আছে; — দেখিয়াছি বাসমতী, কাশবন আকাঙ্খার রক্ত, অপরাধ মুছায়ে দিতেছে যেন বার বার কোন এক রহস্যের কুয়াশার থেকে যেখানে জন্মে না কেউ, যেখানে মরে না কেউ, সেই কুহকের থেকে এসে রাঙা রোদ, শালিধান, ঘাস, কাশ, মরালেরা বার বার রাখিতেছে ঢেকে আমাদের রুক্ষ প্রশ্ন, ক্লান্ত ক্ষুধা, স্ফুট মৃত্যু — আমাদের বিস্মিত নীরব রেখে দেয় — পৃথিবীর পথে আমি কেটেছি আচঁড় ঢের, অশ্রু গেছি রেখে তবু ঐ মরালীরা কাশ ধান রোদ ঘাস এসে এসে মুছে দেয় সব। মানুষের ব্যথা আমি পেয়ে গেছি রূপসী বাংলা জীবনানন্দ দাশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.