আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী

তার প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন।
বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।
এর আগে সর্বশেষ গত ৩ মে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি বলেন,  নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা করার বিষয়ে বিরোধী দলের সঙ্গে ‘সমঝোতায়’ তার আপত্তি নেই, তবে নির্বাচন হতে হবে ‘গণতান্ত্রিক পদ্ধতিতেই’।
এর মধ্যে দিয়ে কার্যত তিনি বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আবারো নাকচ করে দেন।


বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গের পাশাপাশি ওই সংবাদ সম্মেলনের একটি বড় অংশজুড়ে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।    
তিনি ইতোমধ্যে সংসদে জানিয়েছেন, চলতি নবম সংসদ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত হবে। এরপর সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে।
অন্যদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি তাতে যাবে না।
আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা।

একই বিষয়ে রোববার রাতে ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গেও তিনি বসছেন।
এদিকে নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গ করায় হাই কোর্ট সম্প্রতি বিএনপির প্রধান শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এর প্রতিবাদে হরতালও করেছে দলটি।     

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.