আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ভালবাসাবাসি

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

বোঙ্গোর শব্দ মৃদু গুঁড়ো হয়ে ঝরে ঝরে পড়ছে চোখ মেললেই আলো আসে বন্ধ চোখে কত রাজপ্রাসাদ,গোত্তাখাওয়া ঘুড়ি আর পৌরাণিক সমুদ্র..... ফিরতে ফিরতে রঙ বদল,বিপন্ন আলোয় স্মৃতির এলোপাতাড়ি বর্ষণ। বাবাধামের মন্দিরে আজো লাল কাপড় টা বাঁধা আছে আছেই নিশ্চয়;বাসনার বলয়ে কম্পিত লাল। স্রোতের বরফ খুলে -- বুনো লোমওয়ালা মোষ,উলের রঙিন মুজোয় ঢেকে রাখা শিং,পিঠ পেতে পেরোয় সাঁকো ওপারে বরফের পাহাড়; ছাঙ্গু লেক; জলটা জমে গেছে জল যখন জমে যায় এক পারে তখন নিধু বিষাদ আমাদের ভালবাসাবাসি। গরম ধোঁয়া ওঠা পাকোড়ার সাথে পুরোনো বিবাদের উড়াউড়ি; মাঝে মাঝে চোখ বন্ধ হয় আপনজন খোঁজে----- কখনো তো ভেতর জুড়েই বাস করে আপন। এক একটা ভুলে মধুময় দিন একেক রাত্রির মিলনে মিশে যায় কান্না হাসি। ভুল হয়ে যায়... তবু ভুলে ভুলে আমাদের ভালবাসাবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।