আমাদের কথা খুঁজে নিন

   

মধুপুরে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত \ কোটি টাকার ক্ষয়ক্ষতি



গতকাল রোববার দুপুরে অগ্নিকান্ডে টাঙ্গাইলের মধুপুর শোলাকুড়ি বাজারের ১২টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও এলাকাবাসী জানিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী জানান, বেলা এগারটার দিকে শোলাকুড়ি বাজারের একটি মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। ওই দোকানে দাহ্যপদার্থ থাকায় মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপন চেষ্টা চালাতে থাকে। আধঘন্টা পর তাদের সাথে মধুপুর ফায়ার ব্রিগেড যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডের ফলে সুমী লাইব্রেরী, মেহেদী স্টোর, হক হোমিও হল, হোটেল নিরীবিলি, কল্পনা মেডিক্যাল হল, হাফিজ বস্ত্রালয়সহ ১২টি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম বেনজামিন রিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.