আমাদের কথা খুঁজে নিন

   

মধুপুরে সাঁওতালী নাচে জয়কে বরণ

তার গাড়িবহর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়।
বেলা সোয়া ১১টায় জয় মধুপুরের রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তাকে স্বাগত জানান।
এরপর সাঁওতালী নৃত্যের মধ্যে দিয়ে জয়কে নিয়ে যাওয়া হয় জনসভামঞ্চে। এই সভায় জয়ের বক্তব্য দেয়ার কথা রয়েছে।
মংমনসিংহ থেকে টাঙ্গাইল আসার পথে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মধুপুর বীজ উৎপাদন কেন্দ্রে কিছুক্ষণ যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রীর ছেলে।


মধুপুরে আসার পথে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জয়কে স্বাগত জানান।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভোটের আগে তাদের চাঙ্গা করতেই জয়ের এই সফর বলে জানিয়েছেন আয়োজকরা।
এর আংশ হিসাবে রোববার ঢাকা থেকে রওনা হওয়ার পর টঙ্গীর টেলিফোন শিলল্প সংস্থা কলোনি মাঠ ও গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুটি পথ সভা করেন জয়। দুপুরে ময়মনসিংহ পৌঁছে বিকালে মুক্তাগাছা পৌর শহরের আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভা এবং ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে এক কর্মীসভায় অংশ নেন জয়।
ময়মনসিংহ সার্কিট হাউজে রাত কাটিয়ে সোমবার সকালে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।


মধুপুর রানী ভবানী স্কুল মাঠের জনসভা শেষে টাঙ্গাইল ভাসানী হলে আরেকটি সভায় জয় অংশ নেবেন।
এরপর বিকালে মির্জাপুর আবদুল গণি স্কুল মাঠ ও চন্দ্রায় দুটি পথসভায় অংশে নিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.