আমাদের কথা খুঁজে নিন

   

শিবগঞ্জে কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রীর নীলছবি : বিক্ষোভ ভাংচুর

বাঙ্গাল মানুষ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর øাতক মহাবিদ্যালয়ের এক শিক্ষক ছাত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার নীল ছবি তৈরি করেছে। এ অভিযোগে শনিবার এলাকাবাসী ও শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবিতে বিনোদপুর øাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ এবং তার কক্ষের দরজা-জানালা ভাংচুর ও বিক্ষোভ মিছিল করেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ আবদুল লতিফ। সে ওই কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, ওই শিক্ষক কলেজের এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তার সঙ্গে অবৈধ মেলামেশার ভিডিওচিত্র ধারণ করেছে।

তা ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেটসহ মোবাইল ফোনের মাধ্যমে। ছাত্রীর অভিভাবক সূত্রে জানা গেছে, একসময় ওই শিক্ষক ওই ছাত্রীকে প্রাইভেট পড়াত। এ সুযোগে সে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ঘটনাটি ছাত্রী গোপন রেখেছিল। লম্পট শিক্ষক বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেয়ার ঘটনা ১ অক্টোবর ফাঁস হয়ে পড়ায় শুরু হয় তোলপাড়।

শনিবার বিক্ষোভ চলাকালে অধ্যক্ষ রুহুল আমিনের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত সহকারী অধ্যাপক আবদুল লতিফকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ গভর্নিং বডির জরুরি সভা ডাকা হয়েছে। ওই শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল সকালে বিক্ষোভকারী অভিভাবক, এলাকাবাসী ও ছাত্ররা পুলিশের সামনেই বিক্ষোভ করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উত্তেজিত জনতাকে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। সেই সঙ্গে কলেজের অধ্যক্ষকে উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃজনক। থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযুক্ত আবদুল লতিফ শুক্রবার রাতেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার ব্যবহƒত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপরদিকে বিনোদপুর ডিগ্রি কলেজের শিক্ষক সমিতি শনিবার এক জরুরি সভায় আবদুল লতিফের অনৈতিক ও অসামাজিক কাজের প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষক আবদুল লতিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। উপযুক্ত শাস্তি প্রদান করা না হলে কলেজের সব শিক্ষক একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে সমিতির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান জানিয়েছেন। সূত্র

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.