আমাদের কথা খুঁজে নিন

   

রিস্কি ক্লাস নাইন !!! (স্মৃতিচরণ)

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(

আর্ক ব্যান্ড থেকে মুন’এর গাওয়া “রিস্কি ক্লাস নাইন” গান’টি আমার খুব প্রিয় গান। যতবার শুনি ততবর ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা সেই ক্লাস নাইন-টেন এর জীবনে। অনেক মিস করি সেই দিনগুলো… সেই দিনগুলো ফিরে পাবার নয় তবুও ইচ্ছে করে সেইদিন গুলোতে ফিরে যেতে। কত মজা করতাম এখন শুধুই স্মৃতিচরণ রিস্কি ক্লাস নাইন – আর্ক/মুন এলব্যাম: হারান মাঝি কথা ও ভোকাল: মুন রিক্সা ভাড়া বাচিঁয়ে হেটে হেটে স্কুলে যাওয়ার দিন যেদিন ভর করেছিল মাথায় শয়তানের জ্বীন আমার জামার পকেটে রাখা গচ্ছিত র্থাটিন, দশ টাকায় রেনব্রো পোস্টার তিন টাকা কোণ আইসক্রীম পাচঁ মিনিট পর ক্লাসে গিয়ে বললাম স্যার মে আই কাম’ইন স্যার বলল দেরি হলো কেন দাড়িয়ে থাকো কান ধরে মিনিট দু-তিন সেন্ট জোসেফ স্কুল বলেই কি এত রীতিনীতি আইন আসলে তা নয় বন্ধু এ যে রিস্কি ক্লাস নাইন !!! আমার ধর্ম বইটা বেচে সিনেমা দেখতে যাওয়ার দিন প্রিয় ছিল রাজ্জাক-আলমগীর-সাবানা-ববিতা একটিং আমার ব্যাগের পকেটে রাখা ড্রোস বিটলেস কুইন মাজায় খুর চাকু নিয়ে বলতাম আমি স্কুল কিং। ক্লাসে পজিশন ছিল আমার মাত্র ছত্রিশ পড়াশুনা ভালো লাগেনা এটা খুবই বাজে জিনিস! আমায় বেশী স্নেহ করতেন মিস্টার এ.জে. মল্লিক (হেড টিচার) কারন স্কুলের এসম্বলিতে গাইতাম আমি জাতীয় সংগীত। ক্লাস নাইন টেনে টেনে টেনে যখন টেনে পৌছেছি পড়াশুনার চাপে আমি পাগল হয়ে গেছি এ টিচার ভালো না ঐ টিচার সাজেশন দেয় বেশী বেশী চল বন্ধু সবাই মিলে ঐ টিচারের কাছে পড়ি চল বন্ধু সবাই মিলে নিরাপদ স্যারের কাছে পড়ি চল বন্ধু সবাই মিলে অজিত স্যারের ব্যাচে পড়ি চল বন্ধু সবাই মিলে জলধর স্যারের কাছে পড়ি চল বন্ধু সবাই মিলে নাসির স্যারের ব্যাচে পড়ি ! সাজেশনের জোড়ে টেনেটুনে বড়জোড় ফার্স্ট ডিভিশন তবুও এ রেজাল্টে জানিয়েছে সবাই কনগ্র্যাচুলেহশন বলেছে এতটুকু পড়াশুনার কাজ অনেক ভালো আমি বলি এমন ভালো চাইনি কক্ষনো শুধু ফিরে পেতে চাই সেই ফেলে আসা দিন ফিরে পেতে চাই ৮৬ ফিরে পেতে চাই ৮৯ !!! ডাউনলোড: রিস্কি ক্লাস নাইন গান’টি অনলাইনে শুনতে লিঙ্কে ক্লিক করুন, ডাউনলোড এর জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ” Save as ” দিয়ে সংরক্ষন করুন। সম্পূর্ন এলব্যাম'টি ( হারান মাঝি - আর্ক ) ডাউনলোড করতে পারবেন আমার ব্লগ "নীলাঞ্চল" থেকে। nilanchol.wordpress.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।