আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আযম এর ৩ টি কথার সাথে একমত। ( খুবই রিস্কি পোস্ট )

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। আমি গোলাম আযম এর পক্ষে বা বিপক্ষে সাফাই দিচ্ছি না। ২ দিন আগে এটিএন নিউজ এক্সট্রা আওয়ার এ গোলাম আযম এর সাক্ষাৎকার দেখলাম।

আমি যখন দেখা শুরু করলাম তখন শেষের দিকে। তো একদম শেষে গোলাম আযম একটা কথা বললঃ যার সাথে আমি একমত। ভারত আমাদের কে কেন যুদ্ধে সাহায্য করেছিলঃ ১# পাকিস্তানকে ভাগ করে দুর্বল করার জন্য। ২# বাংলাদেশ কে ভারত এর বাজার হিসেবে ব্যবহার করতে পারবে। ৩# যেহেতু বাংলাদেশের ৩ দিকেই ভারত।

বাংলাদেশ ভারতের উপর নির্ভর হয়ে যাবে। আমার মতে তার এই ৩ টি কথাই ঠিক। যুদ্ধের সময় আমার জন্ম হয় নাই। সো একজাকলি কি হইসিল সেই সময় জানি না। যুদ্ধপরাধীদের সঠিক বিচার আমিও চাই।

অবশ্যই কোন স্বার্থ ছাড়া কোন রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সাহায্য করে না। কিন্তু ভারত যে আমাদের বিনা স্বার্থে সাহায্য করসে, যারা এইটা বিশ্বাস করে তাদের ন্যাশনালিটি চেঞ্জ কইরা দেওয়া উচিত। দয়া করে এটি ভাববেন না আমি জামাআত- শিবির কিংবা পাকি। আমি ব্যাক্তিটিকে ফোকাস করছি না আমি ওই ব্যাক্তির বলা ৩ টি লাইনকে ফোকাস করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.