আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষসেরা অ্যাথলেট হলেন বোল্ট

গত বছরের লন্ডন অলিম্পিকে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা।
লন্ডন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটারে টানা দ্বিতীয় আসরের মতো সোনা জিতেছিলেন বোল্ট।
শনিবার মস্কোয় অনুষ্ঠানরত চতুর্দশ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে টানা তৃতীয়বারের মতো সোনা নিশ্চিত করার পরপরই বোল্টের হাতে এই পুরস্কার তুলে দেন ত্রিনিদাদ এক্সপ্রেসের ক্রীড়া সাংবাদিক কোয়াম লরেঞ্চ।
এছাড়া লাতিন আমেরিকারও সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন বোল্ট।
অসামান্য এই সম্মান পেয়ে দারুণ খুশি অলিম্পিকের ছয়টির পাশাপাশি বিশ্ব অ্যাথলেটিক্সে এ পর্যন্ত সাতটি সোনাজয়ী বোল্ট।
তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে সাংবাদিকদের সঙ্গে আমার উঠাবসা। তাই তাদের দ্বারা সেরা বিবেচিত হওয়াটা সবসময়ই ভালো লাগার।”
কিছুটা কৌতুক করে তিনি বলেন, “তাহলে আমি তাদেরকে যতটা খারাপ জানতাম, তারা ততটা খারাপ নয়।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।