আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষসেরা কোচ ইয়ুপ হাইনকেস

সংক্ষিপ্ত তিন জনের তালিকায় আরো ছিলেন ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ।

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাইনকেসের হাতে বর্ষসেরা কোচের পুরস্কারটি তুলে দেয়া হয়।

প্রত্যাশিতভাবেই সেরা কোচের পুরস্কার পেয়েছেন গতবছর জার্মানির প্রথম দল হিসেবে বায়ার্নকে ‘ট্রেবল’ (চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জেতানো হাইনকেস। এক মৌসুমে একজন কোচের পক্ষে যতগুলো ট্রফি জেতা সম্ভব তার সবই জিতেছেন তিনি।

দারুণ এই অর্জনের পরই বায়ার্নের কোচের দায়িত্ব ছেড়ে দেন সাবেক এই জার্মান খেলোয়াড়।

অবশ্য ঐ বছরের শুরুতেই মৌসুম শেষে বায়ার্ন ছাড়ার ঘোষণা দিয়েছিলেন হাইনকেস। বায়ার্ন ছাড়ার পরপরই এক বছরের জন্য কোনো দলের কোচিং না করানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি।

তবে গত ২১ জুন জার্মানির একটি সাপ্তাহিক পত্রিকাকে তিনি জানান, ভবিষ্যতে আর কোনো দলকে কোচিং করাবেন না তিনি।

অনুষ্ঠান শুরুর আগে হাইনকেসের পক্ষেই কথা বলেন বরুসিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ, “ইয়ুপ হাইনকেস সবগুলো শিরোপা জিতেছেন, সুতরাং তিনিই এর (বর্ষসেরা কোচের) দাবিদার। তিনিই আমার ফেভারিট।

সংক্ষিপ্ত তালিকার তৃতীয় প্রতিদ্বন্দ্বী কোচ ফার্গুসন ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গত মৌসুম শেষে অবসরের ঘোষণা দেওয়া এই তারকা বার্বাডোজে পরিবারের সঙ্গে ছুটিতে আছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।