আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষসেরা ক্রিকেটার গেইল

ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ) ২০১০ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলের নাম ঘোষণা করেছে। ডব্লিউআইপিএ'র দৃষ্টিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হন তিনি। বৃহস্পতিবার রাতে গেইলকে এই সম্মান দেয়। ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ও প্রথম দু'টি একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়নি গেইলকে। তবে শনিবারের টোয়েন্টি-টোয়েন্টি খেলার সময় দর্শক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন গেইল।

খেলায় ভারতের কাছে ১৬ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। হতাশ গেইল হিন্দুস্তান টাইমসে তার কলামে লেখেন, "দর্শক হয়ে থাকা খুবই হতাশার। " গেইল আরো লেখেন, "আমি জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে আছি। কিন্তু বিষয়টিতে আমার কোনো হাতে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই এই সমস্যার সমাধান করতে পারে।

" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।