আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো ডিভাইস, নিওরোসার্জারি সংক্রান্ত, জান্তে চাই।

* আমি খুজে বেড়াই নিজেকে *

আমার একজন আত্মীয় মাস দুয়েক আগে রোড এক্সিডেন্টে মারাত্বক ভাবে আহত হন এবং জেলা শহরে এর চিকিৎসা নেন। কিন্তু দেখা গেলো উনার ঘাড় কাত হয়ে থাকে। ওখানে ডাক্তার ফিজিও থেরাপি এবং ট্রাকশন দেয়ার পরামর্শ দিলাম। এক পর্যায়ে অবস্থার উন্নতি না দেখে অনেক জোর করে ঢাকা নিয়ে আসলাম। এনে একজন নিওরোসার্জন দেখালাম উনি প্রথমে ঘাড়ের এক্সরে এবং পরে এম আর আই দিলেন।

এম আর আই তে ধরা পড়লো উনি সিরিয়াস ইনজুর্ড। ঘাড়ের হাড় ভেংগে ২ভাগ হয়ে একপাশে সরে এসেছে। ডাক্তার দেখে তো অবাক বলে আরে এই পেশেন্ট হাটছে বা দাড়িয়ে আছে কেমন করে? উনারতো মারাত্বক অবস্থা যে কোন সময় অবস্থা খারাপ হয়ে পুরো শরীর অবশ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এর পর উনি চিকিৎসা সরূপ ২টা পদ্ধতি বললেন। একটা হলো অপারেশন করে স্ক্র এবং প্লেট বসিয়ে সেট করে দেয়া।

যা একটা জটিল এবং অনেক মেজর অপারেশন। আরেকটা হলো হ্যালো ডিভাইস ইউজ করা। তিনমাস এটা ক্যারি করতে হবে। এর পর ছোট একটা অপারেশন করে দিবে। তা্তেই ঠিক হয়ে যাবে।

উনার কথা বাংলাদেশে একটাই ডিভাইস রয়েছে যা উনি ভাড়া দেন মাসে ৩০০০০টাকা করে। পরে স্কয়ারে দেখিয়েছিলাম ডঃ পল টি হেনরিকে উনি এটাকে খুব গুরুত্ব দিলেন না, পরে বল্লেন ইনজুর্ড হবার সাথে ডিভাইস ইউজ করলে ভালো হতো। এখন এই চিকিৎসা কোনো কাজে আসবেনা। উনি ইমিডিয়েট অপারেশন করতে বললেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

কিন্তু আমার কেন জানি মনে হয় হ্যালো ডিভাইসটাই ভালো হতো। আপনাদের কোন অভিগ্গতা বা আইডিয়া শেয়ার করবেন। বা এব্যাপরে কোনো পরামর্শ থাকলে জানাবেন। বিশেষ করে হ্যালো ডিভাইসের ব্যপারটা। এম আর আই


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।