আমাদের কথা খুঁজে নিন

   

অক্টাভিও পাজ-এর একটি কবিতা

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

যেভাবে একজন শোনে বৃষ্টিকে আমাকে শোন, যেভাবে একজন শোনে বৃষ্টিকে, নিবিড় ভাবে নয়, অন্যমনস্কও নয়, দীর্ঘ পদধ্বনি, আবছা ঝিরিঝিরি, জল- যা বাতাস, বাতাস-যা সময়, দিনটি এখনও অপসৃয়মান, এখনও ঢের বাকি রাত্রির, কুয়াশার প্রতিমা ওই যে ওই বাঁকে, সময়ের মূর্তি এই বিরতির ভাঁজে, আমাকে শোন, যেভাবে একজন শোনে বৃষ্টিকে, শোনা ছাড়া, শোন আমি কি বলি অন্তরের অভিমূখে খোলা চোখ, ঘুমন্ত অথচ ইন্দ্রিয়গুলি সজাগ, বৃষ্টি পড়ছে, মৃদু পদধ্বনি,অক্ষরের মর্মরধ্বনি, বাতাস ও জল,শব্দহীন শব্দ: যা আমরা তা, দিনগুলি আর বছরগুলি, এই মুহূর্ত, ওজনশূন্য সময় আর গভীর দুঃখ, আমাকে শোন, যেভাবে একজন শোনে বৃষ্টিকে, ঝলমল করছে ভিজে অ্যাশফল্ট, বাষ্প উঠে ছড়িয়ে যাচ্ছে, রাত্রি নামছে আর দেখছে আমাকে, তুমি হও তুমি আর তোমার বাস্পীয় শরীর, তুমি আর তোমার রাত্রির মুখ, তুমি ও তোমার চুল, অলস বজ্র, রাস্তা পাড় হয়ে তুমি আমার কপালে ঢুকছ, আমার চোখে পদধ্বনির জল, আমাকে শোন, যেভাবে একজন শোনে বৃষ্টিকে, জ্বলজ্বলে অ্যাশফল্ট, তুমি রাস্তা পাড় হচ্ছ, কুয়াশা, রাত্রিভর ঘুরছে, রাত্রি, তোমার বিছানায় ঘুমিয়ে, তোমার নিঃশ্বাসে উদ্বেলিত ঢেউ, তোমার জলজ আঙুল আর্দ্র করে তুলেছে আমার কপাল, তোমার আঙুলের অঙ্গার পুড়িয়ে দিচ্ছে আমার চোখ, তোমার বায়বীয় আঙুল খুলে দিচ্ছে সময়ের পলক বসন্তের অর্ন্তদৃষ্টি আর পুনুরুত্থান, আমাকে শোন, যেভাবে একজন শোনে বৃষ্টিকে, বছরগুলি চলে গিয়েছে, ফিরে এসেছে মুহূর্তগুলি, তুমি কি পাশের ঘরে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ? এখানে না, ওখানে না, তুমি ওদের শোন অন্য সময়ে- যা এখন, শোন সময়ের পদধ্বনি স্থানের নির্মাতা ওজনহীন, কোথাও না, শোন, আঙিনায় বৃষ্টি, গাছপালায় নেমেছে গভীর রাত, পাতায় পাতায় শুয়েছে বজ্র ভেসে যাচ্ছে অস্থির উদ্যান তোমার ছায়া ঢেকে দিচ্ছে এই পৃষ্ঠা । As One Listens To The Rain Octavio Paz Listen to me as one listens to the rain, not attentive, not distracted, light footsteps, thin drizzle, water that is air, air that is time, the day is still leaving, the night has yet to arrive, figurations of mist at the turn of the corner, figurations of time at the bend in this pause, listen to me as one listens to the rain, without listening, hear what I say with eyes open inward, asleep with all five senses awake, it's raining, light footsteps, a murmur of syllables, air and water, words with no weight: what we are and are, the days and years, this moment, weightless time and heavy sorrow, listen to me as one listens to the rain, wet asphalt is shining, steam rises and walks away, night unfolds and looks at me, you are you and your body of steam, you and your face of night, you and your hair, unhurried lightning, you cross the street and enter my forehead, footsteps of water across my eyes, listen to me as one listens to the rain, the asphalt's shining, you cross the street, it is the mist, wandering in the night, it is the night, asleep in your bed, it is the surge of waves in your breath, your fingers of water dampen my forehead, your fingers of flame burn my eyes, your fingers of air open eyelids of time, a spring of visions and resurrections, listen to me as one listens to the rain, the years go by, the moments return, do you hear the footsteps in the next room? not here, not there: you hear them in another time that is now, listen to the footsteps of time, inventor of places with no weight, nowhere, listen to the rain running over the terrace, the night is now more night in the grove, lightning has nestled among the leaves, a restless garden adrift-go in, your shadow covers this page.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।