আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাস ও ফায়ার ষ্টেশন থেকে বঞ্চিত বিশ্বনাথবাসী

নাজমুল ইসলাম মকবুল

৮টি ইউনিয়ন ও ৪৩৬টি গ্রাম নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার সুনাম-সুখ্যাতি রয়েছে দেশ বিদেশে। বিশেষ করে এই উপজেলায় বসবাসরত জনসাধারনের এক তৃতীয়াংশ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। এখানাকার প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স থেকে সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব আয় করছে। কিন্তু অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার প্রায় চার দশক পেরিয়ে গেলেও গ্যাস ও ফায়ার ষ্টেশন থেকে বঞ্চিত রয়েছে এই উপজেলার মানুষ। উপজেলাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী গ্যাস সংযোগ ও ফায়ার ষ্টেশন স্থাপন করা।

বিগত দিনে সিলেটের এই বিশ্বনাথ-বালাগঞ্জ অর্থাৎ সিলেট-২ আসনে ৯টি সংসদ নির্বাচনে ৪ জন প্রার্থী ৫বার সংসদ নির্বাচনে এম.পি নির্বাচিত হলেও পূরণ করতে পারেননি এই উপজেলার লাখ লাখ মানুষের কাঙ্খিত স্বপ্ন গ্যাস ও ফায়ার ষ্টেশন। বিশ্বনাথবাসীর এই বঞ্চনা কবে দুর হবে তা কেউ জানেননা। এদিকে গ্যাস না থাকায় আমাদের প্রবাসীরা ুদ্র ও মাঝারি শিল্প তথা মিল, কলকারখানা স্থাপন করা থেকে বিরত রয়েছেন, তেমনী তাদের পরিবার পরিজন নিয়ে দেশে এসে বিড়ম্বনায় পড়ছেন। ফায়ার সার্ভিস না থাকায় প্রতি বছর আগুনে পুড়ে এই উপজেলাবাসীর লাখ াখ টাকার য় তি হচ্ছে। গ্যাসঃ- প্রাকৃতিক গ্যাস উৎপাদনের েেত্র সিলেটের সুনাম রয়েছে সারা দেশে।

আর এই সিলেটের নিকটবর্তী রয়েছে বিশ্বনাথ উপজেলা। উপজেলাবাসীর এদাবী দীর্ঘদিনের হলেও আজ পর্যন্ত তারা গ্যাসের সুবিদা থেকে বঞ্চিত রয়েই গেছেন। ফায়ার ষ্টেশনঃ-বিশ্বনাথ উপজেলায় প্রায় সময়ই ঘটে থাকে ভয়াবহ অগ্নিকান্ড। এতে উপজেলাবাসীর প্রতি বছরে তি হচ্ছে প্রায় কোটি টাকার। বিশ্বনাথে কোন ফায়ার ষ্টেশন না থাকায় উপজেলার কোথাও আগুন লাগলে খবর দিতে হয় সিলেট অথবা ওসমানী নগরের ফায়ার ষ্টেশনে।

সেখান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পুর্বেই লোকজনের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এমতাবস্থায় ফায়ার সার্ভিসের গাড়ি এসে কোন কাজ না করেই ফিরে যেতে হয়। লোকজনের এত বেশী য় তি হওয়ার মুল কারন হচ্ছে বিশ্বনাথে কোন ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকা। গ্যাস ও ফায়ার ষ্টেশন স্থাপন করলে যেমন উপকৃত হবে এই উপজেলার জন সাধারন তেমনী প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় বাড়বে সরকারের। বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এই উপজেলায় গ্যাস ও ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা অত্যান্ত জরুরী বলে বিশিষ্টিজনরা জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মুজাম্মেল হক বলেন, আমরা সরকারকে গ্যাস ও ফায়ার সার্ভিসের দাবী জানিয়েছি এমপি সাহেবের মাধ্যমে এবং স্বররাষ্ট্রমন্ত্রীর কাছেও এই দাবী পেশ করা হয়েছে। আশা করছি খুব শিঘ্রই আমাদের এই দাবী বাস্তবায়ন হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.